রিপোর্ট : আইপিএলের দ্বিতীয় পর্বের সূচিতে বড় বদল, জুনের শেষে সূচি প্রকাশ বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের চতুর্দশ সংস্করণটি গত মে মাসে স্থগিত হয়ে গেলেও, আগামী সেপ্টেম্বর মাসে পুনরায় শুরু হতে চলেছে। বাকি ৩১টি ম্যাচ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আর এই নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ দুবাইয়ে পৌঁছেছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার জন্য।
এবার যা সম্ভাবনা, তাতে আইপিএলের বাকি ম্যাচের সূচিতে বেশ বড় বদল করতে চলেছে বিসিসিআই। কেবম ২৫ দিনের উইন্ডোতে ৩১টি ম্যাচ আয়োজনের জন্য পুরো সূচিতেই বদল আনতে হবে বোর্ডকে। কারণ মোট আটটি ডবল হেডার ম্যাচ, অর্থাৎ দিনে দুটি করে ম্যাচ খেলাতে হবে। ফলে পুরোনো সূচিতে ভরসা করে লাভ নেই। সময় সেই একই থাকবে, দুপুরের খেলা সাড়ে তিনটে ও সন্ধ্যের খেলা সাড়ে সাতটায় হবে।
এদিকে আইপিএলের বাকি ম্যাচগুলি একটি শহরে করার চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিরা দুবাইতে হোটেল বুকিং করতে চাইছে, এবং এর জেরে দুবাইয়ে সমস্ত ম্যাচ খেলানোর দাবি তুলতে পারে বিসিসিআই।