বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর । আইপিএলে থাকবে না ' সফ্ট সিগন্যাল'

মার্চ ২৮ : গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই , চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে বারবার উত্থাপিতও হয়েছে এই প্রসঙ্গ । এমনকি দাভিদ মালানের একটি ক্যাচের সিদ্ধান্ত 'সফ্ট সিগন্যাল'এর কারণে ভারতের বিপক্ষে যাওয়ায় বেজায় চটেছিলেন ক্যাপ্টেন কোহলি । আর তারপরই আসন্ন আইপিএল থেকে মাঠের আম্পায়ারদের খালি চোখে দেখা সিদ্ধান্ত যাকে চলতি কথায় 'সফ্ট সিগন্যাল' বলা হয় তা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই । ফলে এবার থেকে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত পুরোপুরি তাঁর নিজস্ব সিদ্ধান্ত হতে চলেছে ।
বিসিসিআই-এর অ্যাপেন্ডিক্স -ডি এর ২.২.২ ধারায় সংশোধন এনে ২০২১ আইপিএল মরশুমে এই বদল আনা হচ্ছে বলে খবর ।
মাঠে ঘটে যাওয়া কোনও ঘটনা যখন মাঠের আম্পায়ার খালি চোখে দেখে নিশ্চিত হতে পারেন না , তখন তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় তৃতীয় আম্পায়ারের কাছে । কিন্তু তার আগে মাঠের আম্পায়াররা একটি 'সফ্ট সিগন্যাল'-এর মাধ্যমে জানিয়ে দেন খালি চোখে তাদের কী মনে হয়েছে । এখন মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বদলাতে গেলে তৃতীয় আম্পায়ারকে সেই সিদ্ধান্তের বিপক্ষে অকাট্য প্রমাণ পেতে হয় । নতুবা বজায় থাকে মাঠের সিদ্ধান্তই । এই প্রসঙ্গে আইসিসির বক্তব্য হল , সারা বিশ্বের যেহেতু সব খেলায় বিভিন্ন কোন থেকে এক গুচ্ছ ক্যামেরার মাধ্যমে দেখার বন্দোবস্ত থাকে না , সেহেতু তৃতীয় আম্পায়ারেরও সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে , সেক্ষেত্রে খালি চোখে মাঠের আম্পায়ারদের যা মনে হয়েছিল তাই চূড়ান্ত বলে গণ্য হয় । স্বাভাবিক ভাবেই আইপিএলের ক্ষেত্রে এই সমস্যা নেই । নানা দিক থেকে অসংখ্য ক্যামেরায় ঘেরা থাকে মাঠ। কাজেই অনেক সহজ হয়ে যায় তৃতীয় আম্পায়ারের কাজ । তাই অযথা বিভ্রান্তি না বাড়িয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত তাঁর ওপরেই ছাড়তে চাইছে বিসিসিআই ।