বিদেশীদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিল বিসিসিআই, দেশে ফিরলে তবেই মিটবে আইপিএল, নিশ্চয়তা বোর্ডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার অস্ট্রেলিয়া সরকার ভারত থেকে আগত সমস্ত বিমান পরিষেবা বাতিল করেছে। ব্রিটিশ সরকারও ভারতকে লাল তালিকাভুক্ত করেছে। এদিকে ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে, এই অবস্থায় বিদেশী ক্রিকেটাররা নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন।
এই পরিস্থিতিতে বিদেশী ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকারদের নিশ্চয়তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই কার্যত দায়িত্ব নিয়ে জানিয়ে দিল, সকল বিদেশী সঠিক ও সুস্থভাবে বাড়ি না ফেরা অবধি আইপিএল ২০২১ শেষ হবে না।
এই নিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে চিঠি দেন বিসিসিআইয়ের চিফ অপারেটিং অফিসার হেমং আমিন। সেই চিঠিতে তিনি লিখেছেন, "আমরা বুঝতে পারছি যে আপনারা চিন্তিত রয়েছেন যে টুর্নামেন্ট শেষ হতে কিভাবে বাড়ি ফিরবেন। আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনাদের চিন্তার কোনও কারণ নেই। বিসিসিআই সবরকমভাবে খেয়াল রাখবে যাতে আপনারা নিজেদের গন্তব্যস্থলে সমস্যা ছাড়াই যেতে পারবেন। বিসিসিআই পরিস্থিতিটিকে পর্যবেক্ষণ করছে এবং সরকারি আধিকারিকদের সাথে কাজ করছে টুর্নামেন্ট শেষ হতেই আপনাদের বাড়ি পাঠানোর। নিশ্চিন্ত থাকুন যে টুর্নামেন্ট ততদিন শেষ হবে না যতদিন বিসিসিআই আপনাদের প্রত্যেককে সুস্থ ও স্বাভাবিকভাবে বাড়ি না পাঠাবে।"
এরপর বিসিসিআই এর তরফে হেমং আমিন খেলোয়াড়দের প্রশংসায় লিখেছেন, "আপনাদের কয়েকজন বলেছেন, যদি আমরা সাম্প্রতিক সময়ের এই সমস্ত বিপদ থেকে মানুষদের সামান্য হলেও দূরে রাখতে পারি, তাহলে আমরা ভালো কাজ করেছি। যখন আপনারা মাঠে প্রবেশ করেন, আপনারা লাখো মানুষদের মনে আশা নিয়ে আসেন। যদি, একটি মিনিটের জন্য হলেও, আপনারা একজনের মুখে হাসি ফোটাতে পারেন, যদি আপনারা ভালো খেলেন। আপনারা পেশাদার এবং জেতার জন্য খেলেন, এই বার আপনারা তার থেকেও জরুরি কিছুর জন্য খেলছেন।"
বিসিসিআই এর এই বার্তা নিঃসন্দেহে খেলোয়াড়দের জন্য আশাজনক বার্তা হিসেবে উঠে আসবে। বোর্ডের যা ক্ষমতা, তাতে ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করে খেলোয়াড়দের দেশে পাঠানোর ব্যবস্থা করেই দেওয়া যেতে পারে। কিন্তু সেজন্য প্রয়োজন দুই দেশের সরকারের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্র।