রিপোর্ট : আগামী ১৮-১৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে খবর এসেছিল, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবরের মধ্যে আইপিএল ২০২১ এর বাকি ৩১ ম্যাচ আয়োজনের পরিকল্পনায় রয়েছে বিসিসিআই। এবার জোর সম্ভাবনা, আগামী ১৮-১৯ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় শুরু হতে চলেছে আইপিএল এর চতুর্দশ সংস্করণ।
এই নিয়ে বিসিসিআই এর এক আধিকারিক শুক্রবার পিটিআইকে জানিয়েছেন, তিন সপ্তাহের মধ্যে আইপিএল এর বাকি ম্যাচ করার ভাবনায় রয়েছে বিসিসিআই। এই নিয়ে সেই আধিকারিক বলেছেন, "বিসিসিআই সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছেন এবং আগামী ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু করার ভাবনায় রয়েছে। যেহেতু ১৮ সেপ্টেম্বর শনিবার এবং ১৯ সেপ্টেম্বর রবিবার, ফলে সপ্তাহান্তের একটি তারিখে শুরু করার পরিকল্পনা রয়েছে।"
এদিকে ফাইনাল আগামী ৯-১০ অক্টোবরের মধ্যে সেরে রাখতে চাইছে বিসিসিআই। ফলে মোট ১০টি ডাবল হেডার থাকবে এই তিন সপ্তাহের উইন্ডোতে।
এই নিয়ে বিসিসিআই এর সেই আধিকারিক বলেছেন, "অক্টোবর ৯ বা ১০ এ ফাইনাল হবে কারণ সেটি একটি উইকেন্ড। আমরা সূচি প্রস্তুত করছি এবং এতে ১০টি ডাবল হেডার ও সাতটি সন্ধ্যাকালীন ম্যাচ থাকবে, যার মধ্যে চারটি নকআউট খেলাও রয়েছে। এর জেরে মোট ৩১টি ম্যাচ হয়ে যাবে।"