করোনা নয়, এই কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে সরানো হয়েছে আইপিএল ১৪, বার্তা জয় শাহের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আইপিএলের চতুর্দশ সংস্করণের বাকি ৩১ ম্যাচ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আর এর কারণ হিসেবে অনেকেই মনে করেছিলেন, ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট ভাষায় জানিয়েছে, করোনা সংক্রমণ নয়, বরং আবহাওয়া জনিত কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে নিজেদের বিবৃতিতেও প্রকাশ করেছিল বিসিসিআই। আর সেই কারণকে খুলে বললেন সচিব জয় শাহ।
একটি সাক্ষাৎকারে এসে জয় শাহ বলেছেন, "আমরা আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে করার সিদ্ধান্ত নিলাম কারণ এখানে (ভারতে) বর্ষাকাল হবে এবং এর জেরে সেপ্টেম্বরে এখানে ম্যাচ করা সুবিধাজনক হবে না। আর সেই কারণেই আমরা আইপিএলকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাচ্ছি।"
এরপর জয় শাহ বলেছেন, "আমরা এটি করছি কেবল আবহাওয়ার সমস্যার জন্য যেহেতু আমরা বর্ষাকালে আইপিএল আয়োজন করতে পারি না। আমরা কিভাবে সেপ্টেম্বরে মুম্বই বা আহমেদাবাদে বা অন্য মাঠে আইপিএল আয়োজন করছে বর্ষার সময়ে? কোনও মানেই হয় না।"
আগামী ১৮-১৯ সেপ্টেম্বরে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করার পরিকল্পনায় রয়েছে বিসিসিআই। যদিও আগের সূচিই রাখা হবে নাকি সূচিতে পরিবর্তন আসবে - সে নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও অবধি নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।