আইপিএলে থাকছে না কোনও দর্শক, ইঙ্গিত দিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট

সব্যসাচী ঘোষ : চলতি ইংল্যান্ড সিরিজে করোনা অতিমারির পরে আবারও স্টেডিয়ামে ঢুকতে পেরেছে দর্শক। কিন্তু প্রশ্নটি এখানেই, তাহলে কি আসন্ন আইপিএলে দর্শকদের আসার অনুমতি দেওয়া হবে? গত রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এই নিয়ে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু দর্শক না থাকা নিয়েই সম্মত একাধিক কর্তারা।
এবার আইপিএলে দর্শক না থাকা নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়ে দিলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে দর্শক থাকা নিয়ে সৌরভ বলেছেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। পরিস্থিতির উপর পুরো নির্ভর করছে। দুবাইতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিষয়টি কিছুটা আলাদা। যদি আইপিএলে দর্শকদের অনুমতি দেওয়া হয়, তাহলে লোকেরা স্টেডিয়ামের বাইরে অনুশীলন করা ক্রিকেটারদের কাছে আসতে চাইবে। তো এটি একটি ঝুঁকি বটে।“
এদিকে সুষ্ঠুভাবে আইপিএল আয়োজন করা নিয়ে আশাবাদী সৌরভ। তিনি বলেছেন, “আমরা ভালোভাবেই পরিকল্পনা করেছি আর আমরা নির্দিষ্ট কিছু জায়গাকে বেছে কাজটি করছি। প্রতিটি টিমের জন্য সর্বোচ্চ তিনটি চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা থাকবে। আশা করি আমরা বিষয়টি সামলে নিতে পারব।“
এই নিয়ে সৌরভ আরও বলেছেন, “ইংল্যান্ড সফরের সময়, দলগুলির কেবল দুটি ডমেস্টিক চাটার্ড ফ্লাইটের আয়োজন করা হয়েছে। (চেন্নাই থেকে আহমেদাবাদ এবং এরপর আহমেদাবাদ থেকে পুনে)।“