"দেশের অবস্থা থেকে অন্যমনষ্ক রাখতে আইপিএলই উপায়", টুর্নামেন্ট বন্ধ নিয়ে বার্তা বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে দেশে করোনার পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই আয়োজিত হচ্ছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। গত দুই দিনে চারজন খেলোয়াড় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তিন অসি খেলোয়াড় অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এদিকে রবিচন্দ্রন অশ্বিন পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন।
এদিকে দেশজুড়ে আওয়াজ উঠছে এই খারাপ পরিস্থিতিতে আইপিএল বন্ধ করার। তবে বিসিসিআই স্পষ্টভাবেই জানিয়ে দিল, করোনার মাঝেও চলবে আইপিএল। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেছেন, "দেশের অশান্ত অবস্থা থেকে অন্যমনষ্ক রাখতে আইপিএলই প্রকৃত এবং অত্যন্ত দরকারি উপায়।"
এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ভেন্যু দিল্লি হলেও এই মুহুর্তে সেখানে লকডাউন চলছে এবং করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। এই অবস্থাতেও টুর্নামেন্ট চালাতে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আধিকারিক এই নিয়ে বলেছেন, "হ্যাঁ, দিল্লিতে সংক্রমণের হার বেড়েছে, কিন্তু আমাদের বিকল্প ভেন্যু হিসেবে হায়দ্রাবাদ ও ইন্দোর রয়েছে এবং প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারি।"
এদিকে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব রাজন মনছন্দা সরাসরি বলে দিলেন, এই লকডাউন আদতে সুবিধাই হবে আইপিএল আয়োজনের জন্য। গত সপ্তাহে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "খেলা হবে। এই লকডাউন প্রকৃতপক্ষে আমাদের সাহায্য করবে কাজটিকে মসৃণভাবে করার জন্য। বিসিসিআই আমাদের বলেনি কাজ বন্ধ করে দেওয়ার জন্য, আর তাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আগামী দুই দিনের মধ্যে আইপিএল আয়োজনের জন্য পুরো তৈরি হয়ে যাব।"
ফলে, করোনা হোক, দেশের লোক মরুক - বিনোদনের জন্য আইপিএল চলছে, চলবে - এমনটাই মনোভাব নিয়ে এগিয়ে চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড।