আরও কড়া হতে চলেছে আইপিএলের বায়ো বাবল প্রোটোকল, হবে ভারতীয় খেলোয়াড়দের টিকাকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। নিয়মিত দেশে সাড়ে তিন লক্ষ কেস আসছে সামনে। আর এই অবস্থার মাঝে জৈব সুরক্ষা বলয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যে তিন অস্ট্রেলীয় খেলোয়াড় দেশে ফিরে গেলেও বাকি বিদেশী খেলোয়াড় ও সদস্যদের বাড়ি ফেরত পাঠানোর নিশ্চয়তা দিয়েছে বিসিসিআই।
এবার করোনার এমন সংক্রমণ বৃদ্ধির জেরে আরও কড়া হতে চলেছে জৈব বলয়ের প্রোটোকল। এর আগে পাঁচদিন অন্তর করোনা টেস্ট করানো হত বলয়ে থাকা সদস্যদের, কিন্তু এবার তা দুই দিন অন্তর করা হবে। এদিকে বাইরে থেকে বলয়ে খাবার আনানো নিষিদ্ধ করে দেওয়া হবে বিসিসিআইয়ের তরফ থেকে। আর সব থেকে বড় যে নিয়ম আসতে চলেছে, তা হল ভারতীয় খেলোয়াড়দের করোনার টিকা দেওয়া হবে।
এই নিয়ে বিসিসিআইয়ের চিফ এক্সেকিউটিভ অফিসার হেমং আমিন বলেছেন, "টুর্নামেন্টের শুরুর দিকে, আমরা বাইরে থেকে নির্দিষ্ট হোটেলের বাইরে খাবার ডেলিভারি করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু সেই সুবিধা তুলে নেওয়া হচ্ছে। এছাড়াও, আমরা আমাদের জৈব বলয়ের সুরক্ষা ও সাবধানতা আরও বাড়িয়েছি।"
এদিকে বিসিসিআই এর এক সূত্র জানিয়েছেন যে, কেবল ভারতীয় খেলোয়াড়দের করোনার টিকা দেওয়া হবে, যদি তারা নিতে চান। এই নিয়ে সেই সূত্র বলেছে, "ভারতীয় খেলোয়াড়দের আগামী শনিবার (১ মে) থেকে টিকাকরণ করা হবে। এটি খেলোয়াড়দের উপর নির্ভর করছে। কেবল ভারতীয় খেলোয়াড়রাই টিকা নিতে পারবেন।"
ইতিমধ্যেই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ হয়ে গিয়েছে, আইপিএল শুরুর আগে করোনায় আক্রান্তের খবর মিললেও খেলা চলাকালীন এমন আক্রান্তের খবর মেলেনি, যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে বিসিসিআইকে।