আশঙ্কার মাঝেও সফলভাবে আইপিএল আয়োজনের জন্য কার্যত প্রার্থনা করছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আজ, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। এই টুর্নামেন্টের আগে যেভাবে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও আয়োজকদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছিল, তাতে আশঙ্কা হয়েছিল যে আইপিএল স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু বিসিসিআই টুর্নামেন্ট আয়োজনে মরিয়া ছিল এবং পরিকল্পনা মতই সব কিছু করতে চলেছে তারা।
আর এই নিয়ে একটি ক্রীড়া ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়েছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। এবং তিনি কার্যত স্বীকার করলেন, বোর্ড প্রার্থনা করছে যাতে সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যায়। এই নিয়ে তিনি বলেছেন, “গোটা বিশ্ব আমাদের দেখবে। অলিম্পিক, ফিফা বিশ্বকাপ ও আইসিসি বিশ্বকাপের পর আইপিএল হল সবথেকে বড় স্পোর্টিং ইভেন্ট। আগ্রহের দিক থেকে দেখতে গেলে, হয়ত বাকি সবাইকে ছাড়িয়েও যেতে পারে। আর শেষ অবধি সে দিন এসেছে। আমি শুধু আশা করছি আর প্রার্থনা করছি যেন সব কিছু নিয়ন্ত্রণে থাকে যেমনটা ২০২০ সালে ছিল।“
এদিকে করোনার প্রভাব ক্রমাগত বাড়লেও তারই মধ্যে খেলা চালিয়ে যাওয়া নিয়ে আশাবাদী অরুণ। তিনি বলেছেন, “ইতিমধ্যেই বেশ কিছু কেস ধরা পড়েছে এবং আমাদের সেগুলিকে নিয়েই চলতে হবে। কোভিডের কেস আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এটি বাড়তেই থাকবে। যা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে তা হল খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের নিয়ে তৈরি হওয়া জৈব বলয়। এই জৈব বলয় আমাদের দায়িত্ব এবং এটি এখনও অবধি ভাঙা হয়নি। আমরা সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব যাতে বলয় সুরক্ষিত থাকে মরশুম শেষ হওয়া অবধি।“
এদিকে করোনা কেস বাড়ার বিষয়ে কি ভূমিকা নিয়েছে বিসিসিআই? সেই নিয়ে অরুণ ধুমাল বলেছেন, “গতবারের থেকে বড় কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই আমাদের। এটি কিছু নিয়মবিধি পালনের একটি ধারা চলছে। জৈব বলয়কে আরও কড়া করা হয়েছে এবং বিসিসিআই এর তরফে কিছু অনুগত ব্যক্তি রয়েছে তা দেখার জন্য। আমি নিশ্চয়তা দিচ্ছি, সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আর আমি আশা এবং প্রার্থনা করব যাতে সব তেমনই থাকে।“