আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্যায়ের খেলা হতে চলেছে এই তারিখে, আয়োজনে এগিয়ে এই দেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে আইপিএল ২০২১ এর বাকি ৩১টি ম্যাচ আয়োজনের উইন্ডো পেল বিসিসিআই। সম্ভাবনা ছিল, এক মাসের একটি উইন্ডোর খোঁজে ছিল বিসিসিআই। এবার রিপোর্ট অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে আইপিএল এর দ্বিতীয় পর্যায় আয়োজন করতে চলেছে বিসিসিআই।
এদিকে উইন্ডো পাওয়ার পরেও কোথায় এই ম্যাচগুলি খেলা হবে, সে নিয়ে আলোচনা চলছে। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছে বিসিসিআই, যাতে ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়কে কমিয়ে দেওয়া যায় কিনা।
দ্বিতীয় টেস্ট হবে ১২-১৬ আগস্ট এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৫ আগস্ট থেকে, যার ফলে নয় দিনের গ্যাপ রয়েই যাচ্ছে। ফলে এই গ্যাপ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতেই আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই।
এই নিয়ে বিসিসিআই এর এক সূত্র বলেছেন, "যদি এই গ্যাপটিকে চার দিনে কমিয়ে আনা যায়, তাহলে তা বিসিসিআইকে পাঁচটি অতিরিক্ত দিন দেবে ব্যবহার করার জন্য। যদি আমরা ভারত-ইংল্যান্ড সূচি সেই অতিরিক্ত দিনগুলি পেয়ে যাই, তাহলে তা উইন্ডোতে যোগ হবে। যদি তা না হয়, তাহলে সেই ৩০ দিনের মধ্যে, একটি গোটা দিনকে সরিয়ে রাখতে হবে ইংলিশ ও ভারতীয় খেলোয়াড়দের ব্রিটেন থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আসার জন্য। আর পাঁচ দিন রেখে দেওয়া হবে নকআউটের জন্য।"
এরপর সেই সূত্র আরও বলেন, "এর জেরে বিসিসিআই এর হাতে ২৭ ম্যাচ আয়োজনের জন্য ২৪ দিন থাকবে। এই উইন্ডোতে চারটি উইকেন্ড পাওয়া যাবে, যার অর্থ মোট আটটি শনিবার ও রবিবার পাওয়া যায় ডাবল হেডারের জন্য, যেখানে মোট ১৬টি ম্যাচ খেলা যাব। ফলে বিসিসিআই এর হাতে ১৯ দিন থাকবে ১১টি ম্যাচ আয়োজনের জন্য। যার জেরে এক সপ্তাহ আমাদের হাতে থেকে যাবে।"
এদিকে ১৫ অক্টোবর অবধি উইন্ডো থাকলেও আগামী ১৮ অক্টোবর থেকে ভারতে টি২০ বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় আইপিএলের জেরে খেলোয়াড়দের বিশ্বকাপের প্রস্তুতি ও জাতীয় শিবিরে যোগদানে ব্যাহত ঘটবে। এই বিষয়ে বিসিসিআই এর সেই সূত্র জানিয়েছেন, যেহেতু এক সপ্তাহ বাকি থাকতে চারটি দল প্লেঅফসে যাবে, ফলে বাকি দলের খেলোয়াড়রা অনায়াসে জাতীয় শিবিরে যোগ দিতে পারে।
এই নিয়ে সেই সূত্র বলেছেন, "আদতে এই আইপিএল আইসিসির ইভেন্টের জন্য দারুণ প্রস্তুতির মঞ্চ হবে। আইসিসি এই বিষয়টিকে মন দিয়ে দেখতে এবং বিশ্বকাপের উইন্ডোর সাথে ব্যাহত না হলে কোনও সমস্যা তৈরি করবে না।"