দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিলেন অক্ষর প্যাটেল, খেলবেন এই ম্যাচ থেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা তিন সপ্তাহ চিকিতসাধীন থাকার পর অবশেষে ময়দানে ফিরলেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। চলতি মাসের শুরুতে করোনা পজিটিভ হয়েছিলেন অক্ষর। আর তারপর চিকিতসকদের নজরদারিতে ছিলেন মুম্বইয়ে। টানা তিন সপ্তাহ মুম্বইয়ে আলাদা থাকার পর অবশেষে দিল্লি ক্যাপিটালস শিবিরে ফিরলেন অক্ষর।
বৃহস্পতিবার নিজেদের টুইটারে দিল্লি ক্যাপিটালস একটি ভিডিও পোস্ট করে, যেখানে টিম হোটেলে ফিরে মজা করতে শুরু করলেন অক্ষর। ক্যাপশনে দিল্লি ক্যাপিটালস লেখে, "খুশি এবং আলিঙ্গন সর্বত্র রয়েছে কারণ বাপু ডিসির শিবিরে যোগ দিয়েছেন।" দিল্লি ক্যাপিটালস শিবিরে অক্ষরকে বাপু হিসেবে সম্বোধন করে সকলে।
যা সম্ভাবনা, তাতে আগামী রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন অক্ষর প্যাটেল। বা হাতি এই স্পিনার লোয়ার অর্ডারে ব্যাট হাতে বেশ কার্যকরী, এর জেরে অক্ষরের যোগদান দিল্লির জন্য খুবই ভালো হবে।