দলে যোগ দিতে চললেও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে নামবেন না দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল যোগ দিতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। গত ২৮ মার্চ টিম হোটেলে প্রবেশের পর দ্বিতীয়বারের পরীক্ষায় করোনা পজিটিভ আসেন। আর এর জেরে আইসোলেশনে থাকার দরুণ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি অক্ষর।
অক্ষরের শারীরিক অবস্থা নিয়ে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর মুস্তাফা ঘৌস বলেছেন, “অক্ষর প্যাটেল এখন ভালো আছেন। আর তিন চার দিন কোয়ারেন্টিনে থাকবেন, দুটি নেগেটিভ ফল বেরোলেই, উনি দলে যোগ দেবেন। আমরা ওনার উপর গত কয়েক দিন ধরে পরীক্ষা চালিয়ে যাচ্ছি জানতে যে কত তাড়াতাড়ি ওনাকে ফিরে পাব এবং নির্বাচনের জন্য থাকবেন।“
আর এর জেরে আগামী ১৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে পারবেন না অক্ষর প্যাটেল, সে বিষয়ে নিশ্চিত থাকা যায়। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনার বড় অঙ্গ ছিলেন এই বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট সিরিজে ২৭ উইকেট নিয়েছিলেন।