আইপিএলে বড় সুখবর! টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ে খেলতে আসবেন অধিকাংশ অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্যায়ের খেলায় বিদেশী ক্রিকেটারদের আগমণ নিয়ে সংশয় অব্যাহত রয়েছে। এর মধ্যে বিসিসিআই ও আইপিএলের জন্য এল সুখবর। বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যস্ত সূচি থাকলেও বেশ কিছু তারকা অজি খেলোয়াড় আসতে চলেছেন আইপিএলে।
ইতিমধ্যেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য নিজেদের নাম প্রত্যাখ্যান করেছেন একাধিক তারকা অজি খেলোয়াড়। ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল সহ মোট নয় খেলোয়াড় এই দুটি সিরিজ খেলবেন না - যা আদতপক্ষে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে ধরা হয়েছিল।
এবার একাধিক রিপোর্ট অনুযায়ী, এই নয় খেলোয়াড়ের মধ্যে পাঁচজন আইপিএলের দ্বিতীয় পর্ব খেলতে আসবেন। তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মার্কাস স্টোইনিস ও ড্যানিয়েল স্যামস। এদিকে প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি এবারের আইপিএলে আসবেন না। আর স্টিভ স্মিথ কাঁধের চোট সারাচ্ছেন। ফলে এই পাঁচ খেলোয়াড় উড়ে আসবেন সংযুক্ত আরব আমিরশাহিতে নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর অবধি সংযুক্ত আরব আমিরশাহিতে হবে আইপিএল ২০২১ এর বাকি ৩১টি ম্যাচ।