দিল্লি ক্যাপিটালসে বড় ধাক্কা, করোনা পজিটিভ তারকা প্রোটিয়া পেসার আনরিখ নর্টজে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চোট-আঘাত ও খেলোয়াড়ের অনুপস্থিতির দিক থেকে সমস্যা যেন মিটছেই না দিল্লি ক্যাপিটালসের। অক্ষর প্যাটেলের পর এবার করোনায় আক্রান্ত হলেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তথা দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্টজে।
জানা গিয়েছে, এই মুহুর্তে নর্টজেকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং অন্যান্য পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে ফ্র্যাঞ্চাইজি। তবে তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে এবং সেই কারণে টিম থেকে দূরে রাখা হয়েছে নর্টজেকে। যদিও এখনও অবধি দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি।
গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ ছন্দে ছিলেন নর্টজে। ক্রিস ওকসের বদলি হিসেবে এসে কাগিসো রাবাডার সাথে দারুণ যুগলবন্দি করেছিলেন নর্টজে। সদ্য পাকিস্তান সিরিজে দারুণ বোলিং করেছেন নর্টজে। কিন্তু তিনি ও রাবাডা সেই সফর থেকে ভারতে আসায় কোয়ারেন্টিনের মধ্যে ছিলেন, যার জেরে চেন্নাই সুপার কিংস ম্যাচে ছিলেন না এই দুই তারকা পেসার।