'মাসল রাসেল'কে ফেরাতে মদই ভরসা ক্যারিবিয়ান অলরাউন্ডারের? ইন্সটা পোস্টে উঠছে প্রশ্ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ছয় ম্যাচে মাত্র দুই জয়, শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তা সত্ত্বেও আন্দ্রে রাসেলের অফ ফর্ম ভাবাচ্ছে নাইটদের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খাঁচাবন্দী হওয়ার পর কেবল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস ছাড়া বলার মত কিছুই নেই রাসেলের। এমনকি, এবি ডি ভিলিয়ার্সের মারে ভুলেই গিয়েছেন ডেথ ওভারে বোলিং।
২০১৯ সালের সেই মাসল রাসেলকে এবার চাইছেন নাইট সমর্থকরা, যেখানে যে কোনও লক্ষ্যকে অনায়াসে তাড়া করার ক্ষমতা রাখতেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। আর এই অফ ফর্মের মাঝে নিজের ইনস্টাগ্রামে অদ্ভুত একটি ছবি দিয়ে সমালোচনার মুখে পড়লেন রাসেল।
নিজের ইনস্টাগ্রামে একটি মদের বোতল হাতে ধরে ছবি ছাড়েন রাসেল, যেখানে তিনি লিখেছেন, "ইটস ওকে নট টু বি ওকে। (কখনও কখনও ঠিক না থাকাটাও সঠিক)।" আর ছবিতে মদের ইমোজি দিয়ে তাতে লিখেছেন, "সবসময় সাহায্য করে।" আর এই অদ্ভুত বার্তা দিয়ে রাসেলের এমন অদ্ভুত ছবি শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
বেশ কয়েক বছর ড্রাগজনিত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন আন্দ্রে রাসেল, তবে সেই সমস্যা মিটিয়ে এসেছেন রাসেল। কিন্তু তা সত্ত্বেও তারপর থেকে সমালোচকরা তার হিটিং পাওয়ারের কারণ হিসেবে ড্রাগের সুবিধাকে তুলে ধরতেন। এবার কার্যত সমালোচকদের হাতে আরও একটি কারণও তুলে দিলেন স্বয়ং রাসেল।
এবারের আইপিএলে রাসেলের গড় ২০ এর নীচে, কেবল দুইবার ১০ রানের গন্ডি পেরিয়েছেন। এই অবস্থায় মাসল রাসেলকে ফিরিয়ে আনতে কি মদের ভরসায় চলে গেলেন 'দেবদাস' আন্দ্রে রাসেল? প্রশ্ন উঠছে।