ইডেনে প্রিয় দর্শকদের মাঝে খেলতে না পারার কষ্ট প্রকাশ করলেন আন্দ্রে রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চুড়ান্ত খারাপ ফর্মে রয়েছে গোটা কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচে মাত্র দুটি জয়, পাঁচটিতে হার - আর এর জেরে লিগ টেবিলে তলানিতে রয়েছে নাইটরা। তবে এর থেকে চিন্তার বিষয় হল ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চুড়ান্ত অফ ফর্ম। কয়েকটি ম্যাচে কখনও বল, কখনও ব্যাট হাতে ঝড় তুললেও ধারাবাহিকতা একেবারেই নেই।
এই মুহুর্তে করোনার জেরে ফাঁকা স্টেডিয়ামে খেলতে হচ্ছে নাইটদের, এবং বাকি দলগুলির মত ঘরের মাঠে খেলার সুযোগ নেই নাইটদের। আর এই কারণে কলকাতার দর্শকদের খুব মিস করছেন রাসেল। কেকেআর এর উদ্যোগে আন্দ্রে রাসেলকে নিয়ে বিশেষ শর্ট ফিল্মে ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বলেছেন, "আমি দর্শকদের সামনে খেলা মিস করি বিশেষ করে ইডেনে, যেখানে আমি জানি হাজারো মানুষ আপনার পাশে আছে। এতেই আমি এগিয়ে চলি। এতেই আমার ভেতরকার আগুন নিয়ে আসে। সেই প্রবল চিৎকার, প্রথম বলের মুখোমুখি হওয়ার আগে যখন ক্রিজে দৌড়তে দৌড়তে আসি, সেই মুহুর্তগুলি অবিশ্বাস্য।"
এদিকে ২০১৭ সালে ডোপিংয়ের দায়ে নির্বাসিত হওয়ার ঘটনা এবং সেই বছরকে তার জীবনের সব থেকে কলঙ্কের বলে তুলে ধরেছেন রাসেল। তিনি বলেছেন, "সত্যি বলতে গেলে, সেই বছরটি সব থেকে কঠিনতম বছর ছিল। যখন আপনি ভালো করছেন, কখনও কখনও মানুষ কারণ খুঁজে বের করে আপনাকে নীচে নামাতে চায়। কিন্তু তা আমায় আরও শক্তিশালী করে তোলে। আপনি জানেন, ভেঙ্কি (মাইসোর) আমার কাছে এসেছিলেন, বলেছিলেন যে তারা আমায় এই বছরটিতে শান্তভাবে থাকতে যাতে আমি আমার মাথাকে ঠান্ডা রাখতে পারি এবং ক্রিকেটে ফোকাস করতে পারি। তিন মাস পর যখন নিষেধাজ্ঞা উঠে গেল, আমি শয়তানি মেজাজে চলে গিয়েছিলাম, আরও শক্তিশালী হয়ে, ওজন ঝড়িয়ে আমি ২০১৮ সালে ফিরি আর কলকাতার হয়ে দারুণ মরশুম খেলি।"
এদিকে নাইট সমর্থকরা চাইবে তাদের আশা-ভরসা, তাদের মসীহা আন্দ্রে রাসেল আবারও ফর্মে ফিরুন। ক্যারিবিয়ান এই সুপারস্টারের উপর নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্সের যাবতীয় ফলাফল, সুতরাং এই এক্স ফ্যাক্টরকে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলতে হবেই।