আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে নজির আন্দ্রে রাসেলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। তবে আরসিবির বিরুদ্ধে ব্যাটে নামার প্রয়োজনই হয়নি কেকেআরের ক্যারিবিয়ান তারকার। তবে আরসিবির বিরুদ্ধে এই বড় রেকর্ড তৈরি করেছেন রাসেল।
শুক্রবার ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। এই ২টি উইকেট নেওয়ার ফলে আইপিএলের ইতিহাসে ২টি অনবদ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রাসেল। ম্যাচে ক্যামেরন গ্রিন ও রজত পতিদারকে আউট করা মাত্রই আইপিএলের ইতিহাসে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রাসেল। বিশ্বের ২৩তম বোলার হিসেবে আইপিএল ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেন রাসেল।
আরও পড়ুন: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর মূল কারিগর কে? বললেন শ্রেয়স আইয়ার
এছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০০ রান ও ১০০ উইকেটের যৌথ মাইলস্টোন ছুঁয়েছেন রাসেল। আইপিএলে ১১৪টি ম্যাচের ৯৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৩২৬ রান সংগ্রহ করেছেন তিনি। ১০০টি ইনিংসে বল করে ১০০টি উইকেটের মালিক রাসেল।
রাসেলের আগে আইপিএলে ২০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন কেবল রবীন্দ্র জাদেজা। তিনি এখনও পর্যন্ত ২২৮টি আইপিএল ম্যাচের ১৭৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৭২৪ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ১৯৯টি ইনিংসে বল করে ১৫২টি উইকেট নিয়েছেন জাদেজা।