"আমাদের মত ভালো ফিনিশাররা ব্যাটে বল লাগাতে পারছিল না", লজ্জার হারের পর মুখ খুললেন আন্দ্রে রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বল হাতে যতটা অসাধারণ ছিলেন আন্দ্রে রাসেল, ব্যাট হাতে ততটাই জঘন্য। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার মাত্র দুই ওভার বল করে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ উইকেট নিয়ে নেন, কিন্তু ব্যাট হাতে যিনি লম্বা ছয় মারতে অভ্যস্ত, তিনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে ডট বল খেলে গেলেন। আর এর জেরে জেতা ম্যাচ হাতছাড়া করে ফেলল কলকাতা নাইট রাইডার্স।
আর এই হার নিয়ে বেশ 'অভিনব' যুক্তি দিলেন নাইট সমর্থকদের ভরসা আন্দ্রে রাসেল। শেষের দিকে এমন জঘন্য ব্যাটিং নিয়ে রাসেল বলেছেন, "শেষের দিকে মারা খুবই কঠিন হয়ে গিয়েছিল। ওরা কাটার বল করছিল, আর ওরা উইকেটে বল করছিল। কিন্তু দিনের শেষে আমরা সকলে পেশাদার। কোনও অজুহাত খুঁজতে আসিনি, আমাদের সীমানা অতিক্রম করা উচিত ছিল।"
এরপর রাসেল বলেছেন, "আমরা জানি আমরা কি করতে পারি, আর আমি জানি আমি কি করতে পারি। দুর্ভাগ্যবশত আমার এবং ডিকে (দীনেশ কার্তিক) এর মত ভালো ফিনিশাররা ব্যাটে বল লাগাতে পারেনি। যদি কয়েকটা বাউন্ডারি পেয়ে যেতাম, ম্যাচ তখনই শেষ হয়ে যেত। আমাদের আবারও প্রস্তুতিতে নামতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসছি। এখন শুধু এই ম্যাচ থেকে এগিয়ে এসে নিজেদের শক্তি বাড়িয়ে যেতে হবে।"
এদিকে নিজের ব্যাটিং নিয়ে রাসেল বলেছেন, "আমি প্রতিটা বলকে তার যোগ্যতা অনুযায়ী খেলছিলাম। আউট না হওয়ার চেষ্টা করছিলাম। দুর্ভাগ্যবশত, জায়গায় বল পেলে আপনি ভাবেন যে এটিকে মারা যাবে। সৌভাগ্যের বিষয়, আমার ক্যাচ দুই বার পড়েছে, আর তৃতীয় বার, আমি অতটা ভাগ্যবান ছিলাম না। এটাই ক্রিকেট। আমরা খারাপ জিনিস সব সময় করতে চাই না, কিন্তু সেগুলি হয়ে যায়।"
মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ১৫২ রানে অল আউট হয়ে যায়। জবাবে দারুণ শুরু করে কলকাতা নাইট রাইডার্স এবং ওপেনিংয়ে ৭২ রানের জুটি তোলেন শুভমন গিল ও নীতিশ রানা। কিন্তু শেষ পাঁচ ওভারে একেবারে ঘেঁটে ফেলে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা, এবং ১০ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে।