ভিডিও : চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর হৃদয় ভেঙেছে আন্দ্রে রাসেলের, সমর্থকদের প্রশ্নে দিলেন নানা জবাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। ২২১ রান তাড়া করতে গিয়ে এক সময় ৩১ রানে পাঁচ উইকেট হারিয়েছিল কেকেআর। কিন্তু তারপর দীনেশ কার্তিককে নিয়ে আন্দ্রে রাসেল ঝড় তোলেন ওয়াংখেড়েতে। মাত্র ২২ বলে ৫৪ রান করে কেকেআরকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন রাসেল। কিন্তু তিনি আউট হওয়ার পর প্যাট কামিন্স কার্যত একা হয়ে লড়ছিলেন।
আর শেষ অবধি জয় না পেয়ে হতাশ ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। কিন্তু তিনি জানেন, তাদের থেকেও বেশি কষ্ট পেয়েছেন সমর্থকরা। আর সেই কারণে সমর্থকদের টুইটের জবাব ভিডিও বার্তার মাধ্যমে দেন রাসেল। আর সেই ভিডিও নিজেদের ইউটিউবে প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স।
এক সমর্থক কেকেআরের হারের ছবি দেখে টুইট করেন, “ইন্টারনেটের সবথেকে নিরাশাজনক ছবি, খুব ভালো চেষ্টা করেছ ড্রে রাস।“ এর জবাবে রাসেল বলেছেন, “আমি খুবই আবেগপ্রবণ ছিলাম এবং আমি জানতাম না কিভাবে চেঞ্জিং রুমে গিয়ে টিমমেটদের মুখোমুখি হব, যেভাবে আমি বলটিকে ছাড়তে বোল্ড হয়ে গেলাম। তুমি জানোই, কাজ এখনও শেষ হয়নি, আর আমি চেয়েছিলাম যাতে আমি আমার দলকে জয়ের সীমানায় পৌঁছে দিতে পারি। তাই আমার মনে হয় আমার আবেগ আমার উপর দিয়ে গিয়েছে কিন্তু এখন শক্ত রয়েছি।“
আর এক নেটিজেন অ্যাভেঞ্জার্সের ডায়লগ উদ্ধৃত করে কলকাতা নাইট রাইডার্সের উদ্দেশ্যে লিখেছে, “লাভ ইউ ৩০০০ টাইমস।“ এর জবাবে রাসেল জবাব দিলেন, “আমার সকল কেকেআর সমর্থকদের বলি, আমি তোমাদের তিন মিলিয়ন বার ভালোবাসি। সবার জন্য ভালোবাসা রইল। আমরা বেগুনিতেই রাঙাই, ঠিক আছে।“
পরপর তিন ম্যাচে কার্যত কোনঠাসা কলকাতা নাইট রাইডার্স। এবার সামনে দূর্বল রাজস্থান রয়্যালস। আর রাজস্থানকে হারিয়ে নিজেদের অভিযান আবারও জয়ের রাস্তায় নিয়ে আসতে চাইবেন রাসেলরা।