KKR-এর হয়ে সেরাটা দিতে চান আন্দ্রে রাসেলের ভক্ত রমনদীপ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএল নিলামে পাঞ্জাবের তরুণ অলরাউন্ডার রমনদীপ সিংকে সই করায় কলকাতা নাইট রাইডার্স। দুইবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে নিজের সেরাটা দিতে চান রমনদীপ। আর সেই কথাই জানালেন কেকেআর নাইট ক্লাবকে।
কলকাতায় সুযোগ পাওয়া নিয়ে রমনদীপ বলেছেন, "আমি টিভিতে নিলামের উপর নজর রেখেছিলাম, কিন্তু যখন আমার নাম উঠে এসেছিল, আমি চ্যানেল ঘুরিয়ে দিয়ে ভাবছিলাম যে কি হয়। কিছু সময়ের মধ্যে, আমি আমার পরিবার ও বন্ধুদের তরফ থেকে একাধিক ফোন আর মেসেজ পাওয়া শুরু করি যে আমি কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েছি। আমি আশা করেছিলাম ওরা আমায় বাছবে আর আমি খুশি হয়েছি যে তাই হয়েছে। আমি শুনেছি যে এই দলটি খেলোয়াড়দের সমর্থন করা থেকে শুরু করে ভালো মানের অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের উন্নতি করানোর দিক থেকে অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি। তাই আমি খুশি যে কলকাতা নাইট রাইডার্স আমায় বেছেছে।"
আরও পড়ুন - ডার্বির উইনিং কম্বিনেশন ভেঙে কেরালার বিরুদ্ধে এই একাদশে নামতে পারে মোহনবাগান
কলকাতার হয়ে খেলা নিয়ে রমনদীপ বলছেন, "আমি খুবই উচ্ছ্বসিত। যখন জেনেছি যে অনেক কেকেআর খেলোয়াড় সম্প্রতি জাতীয় দলে সুযোগ পেয়েছে, সেটি আমার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়েছে। কারণ যে কোনও ক্রিকেটারের সব থেকে বড় লক্ষ্য হল দেশকে প্রতিনিধিত্ব করা। আমি আশা করছি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পারফর্ম করতে পারব এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণ করতে পারব। ইতিমধ্যেই কেকেআর অ্যাকাডেমিতে আমার দারুণ সময় কেটেছে, অভিষেক নায়ার স্যারের সাথে কাজ করেছি। উনি ভারতের অন্যতম সেরা কোচ, সেই কারণে ওনার সাথে কাজ করতে পেরে আমার ভালো লাগছে।"
এদিকে আন্দ্রে রাসেলের বড় ভক্ত রমনদীপ উচ্ছ্বসিত তার সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পেরে। এই নিয়ে রমনদীপ বলেছেন, "আমি শুরু থেকে রাসেলের খেলা দেখে এসেছি এবং দেখেছি কীভাবে উনি ব্যাট ও বলের মাধ্যমে টি২০ ফর্ম্যাটে প্রভাব ফেলেছেন। যখনই আমি ব্যাট করি, আমি চেষ্টা করি ভাবার যে একই পরিস্থিতিতে রাসেল কী করতেন, আর সেই মত আমি সেটা প্রয়োগ করি। বোলিংয়ের কথা বললে, রাসেল সব থেকে কঠিন ওভারগুলি বল করেন দলের জন্য, আর কেকেআরের হয়ে এত ম্যাচ জিতিয়েছেন। আশা করি আন্দ্রের মত কেকেআরকে ম্যাচ জেতাতে পারব।"
আরও পড়ুন - আইপিএল না খেলার আসল কারণ জানালেন জেসন রয়
শেষে ইডেন গার্ডেন্সের মত ঐতিহ্যশালী স্টেডিয়ামে খেলা নিয়ে রমনদীপ বলেছেন, "কলকাতা নাইট রাইডার্সের প্রতি যে সমর্থন দেখিয়ে এসেছে ইডেন গার্ডেন, তা অন্য কোথাও দেখিনি। আর আমি খুবই উচ্ছ্বসিত সমর্থকদের সাথে সেই অভিজ্ঞতা উপভোগ করার জন্য। যে সমর্থন কেকেআর ভক্তরা এই ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে থাকে, সেটি অসাধারণ, আর আমি তাদের জন্য পারফর্ম করে কেকেআরকে সাফল্যের দিকে নিয়ে যেতে চাই।"