আইপিএল শেষেই পাকিস্তান সুপার লিগ খেলতে উড়ে যাবেন আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে জয়ের ধারা অব্যাহত রাখল কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে যখন নাইটদের আরও বেশি ফোকাসড হওয়া দরকার, তখন দলের দুই সুপারস্টার বিদেশী ব্যস্ত অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য। আর সেই দুই ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান।
গত মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পুনরায় চালু হতে চলা পাকিস্তান সুপার লিগে সমস্ত ফ্র্যাঞ্চাইজি অনলাইন প্রক্রিয়ায় বেশ কিছু বিদেশীকে বাকি বিদেশীদের বদলি হিসেবে নিয়েছে। এবং সেই মত, আইপিএল শেষেই আন্দ্রে রাসেল ও শাকিব আল হাসান খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগ।
কোয়েতা গ্ল্যাডিয়েটর্সের তারকা ইংরেজ ওপেনার টম ব্যান্টনের পরিবর্তে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এদিকে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান খেলবেন লাহোর কালান্দার্সে, যেখানে তিনি রশিদ খানের বদলি হিসেবে আসছেন।
মোট ১৯ জন বিদেশী খেলোয়াড়দের বদলি হিসেবে নেওয়া হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়ার চার খেলোয়াড় উসমান খাওয়াজা, জো বার্নস, জেমস ফকনার এবং ক্যালাম ফার্গুসন রয়েছেন। এদিকে নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্টিল খেলবেন করাচি কিংসে কলিন ইনগ্রামের বদলি হিসেবে।
এক নজরে দেখে নেওয়া যাক বদলির তালিকা -
ইসলামাবাদ ইউনাইটেড - অ্যালেক্স হেলসের পরিবর্তে উসমান খাওয়াজা, লুইস গ্রেগরির পরিবর্তে জানেমন মালান।
করাচি কিংস - কলিন ইনগ্রামের পরিবর্তে মার্টিন গাপ্টিল, মহম্মদ নবির পরিবর্তে থিসারা পেরেরা, ড্যান ক্রিশ্চিয়ানের পরিবর্তে নাজিবুল্লাহ জাদরান, জো ক্লার্কের পরিবর্তে লিটন দাস।
লাহোর কালান্দার্স - রশিদ খানের পরিবর্তে শাকিব আল হাসান, ডেভিড উইসির পরিবর্তে জেমস ফকনার, সমিত প্যাটেলের পরিবর্তে জো বার্নস, টম অ্যাবেলের পরিবর্তে ক্যালাম ফার্গুসন, জো ডেনলির পরিবর্তে সিকুগে প্রসন্ন।
মুলতান সুলতান্স - ক্রিস লিনের পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ, জেমস ভিন্সের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজ, অ্যাডাম লিথের পরিবর্তে জর্জ লিন্ডে, কার্লোস ব্র্যাথওয়েটের পরিবর্তে ওবেদ ম্যাককয়।
পেশোয়ার জালমি - মুজিব উর রহমানের পরিবর্তে ফাবিয়ান অ্যালেন, লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে রভমন পাওয়েল, সাকিব মাহমুদের পরিবর্তে ফিদেল এডওয়ার্ডস।
কোয়েতা গ্ল্যাডিয়েটর্স - টম ব্যান্টনের পরিবর্তে আন্দ্রে রাসেল।