আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, আরসিবিতে যোগ দিলেন বাংলার আকাশ দীপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এ বড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। চোটের জেরে আইপিএলের চতুর্দশ সংস্করণের দ্বিতীয় পর্যায়ে খেলবেন না তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি বিবৃতি জারি করে এই খবর জানায়।
চলতি ইংল্যান্ড সফরের আগে অনুশীলন ম্যাচে মহম্মদ সিরাজের বলে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন ওয়াশিংটন। ফলে ইংল্যান্ড সিরিজে তো বটেই, এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন তিনি।
আর এর জেরে বদলি হিসেবে বাংলার ক্রিকেটার আকাশ দীপকে আনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৯ সালে বাংলার হয়ে ঘরোয়া টি২০তে অভিষেক করা আকাশ দীপ ১৬.৩৫ গড়ে ২১ উইকেট নিয়েছেন।
এদিকে ওয়াশিংটনের চোটের ফলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলার আর এক ক্রিকেটার শাহবাজ আহমেদ। আরসিবির হয়ে গত মরশুমে ও এবারের মরশুমেও বেশ ভালো পারফর্ম করেছেন এই তরুণ অলরাউন্ডার।