দুর্দান্ত খেলা সত্ত্বেও সঞ্জু স্যামসন এবং কে এল রাহুলের শাস্তি চাইছেন আকাশ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল দুর্ধর্ষ একটি ম্যাচে বড় ভূমিকা রেখেছেন দুই দলের অধিনায়ক কে এল রাহুল এবং সঞ্জু স্যামসন। এক দিকে পাঞ্জাব অধিনায়ক রাহুল দুর্দান্ত ৯১ রান করেন, অন্যদিকে রাজস্থানের নয়া অধিনায়ক সঞ্জু স্যামসন ১১৩ রান করেও জেতাতে পারেননি। আর এই কারণে গোটা ক্রিকেট বিশ্ব এই দুই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছে।
তবে এর মাঝে এই দুই অধিনায়কের শাস্তির আবেদন করেছেন বিশিষ্ট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। গতকাল খেলা শেষ হতে বেশ অনেকটাই সময় লেগেছিল, আর এর জেরে প্রশ্ন উঠছে স্লো ওভার রেটের। আর সেই কারণে কে এল রাহুল ও সঞ্জু স্যামসনের শাস্তির আবেদন করেছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। তার অভিযোগ, যেহেতু মহেন্দ্র সিং ধোনিকে একই দোষের জন্য শাস্তি পেতে হয়েছে, তাহলে এই দুই অধিনায়ককে কেন শাস্তি নয়?
এই নিয়ে আকাশ চোপড়া ম্যাচের পর নিজের টুইটারে লিখেছেন, “প্রতি ঘন্টায় ১০ ওভার, দুটি দলের জন্য। হ্যাঁ, প্রচুর ছয় হয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচও হয়েছে। কিন্তু একটি টি২০ ইনিংস শেষ হতে দুই ঘন্টা সময় লাগাটা একেবারে মেনে নেওয়া যায় না। আগের রাতে এমএসডিকে জরিমানা দিতে হয়েছিল, আশা করছি উভয় অধিনায়ককেও একই শাস্তি পেতে হয়।“
গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলের কোড অফ কন্ডাক্টের ধারা অনুসারে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল। কিন্তু স্যামসন বা রাহুলকে কোনওরকম শাস্তি দেওয়া হয়নি এখনও অবধি।