দুর্দান্ত ইনিংস খেলেও সানরাইজার্সের হারের জন্য এই ক্রিকেটারকে দায়ী করলেন আকাশ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ রানে হারে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআরের ১৮৮ রানের জবাবে শুরুতে ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা আউট হলেও ইনিংসটিকে ধরেন জনি বেয়ারস্টো এবং মনীশ পান্ডে ইনিংসটিকে ধরেছিলেন। ৯২ রানের একটি বড় পার্টনারশিপ করে হায়দ্রাবাদকে ম্যাচে রাখেন এই জুটি।
তবে বেয়ারস্টো আউট হওয়ার পর খেই হারিয়ে ফেলে সানরাইজার্স। শেষ অবধি মনীশ পান্ডে থাকলেও সানরাইজার্সকে জেতাতে পারেননি। আর এই নিয়ে মনীশ পান্ডের খেলার সমালোচনা করেন আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন, এত বড় রান তাড়া করতে গিয়ে যে স্ট্রাইক রেটে খেলেছেন মনীশ, সেটি মেনে নেওয়া যায় না। পাঁচটি চার ও তিনটি ছয় মারলেও স্ট্রাইক রেট কেবল ১৩৮.৬৪ ছিল।
এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, “মনীশ পান্ডে এবং বেয়ারস্টোর মধ্যে একটি পার্টনারশিপ হয়েছিল। বেয়ারস্টো খুব ভালো খেলেছেন, উনি নিজের নির্বাচনকে প্রমাণ করেছেন। কিন্তু যদি আপনি শেষ বলে ছয়কে বাদ দেন, পান্ডে কেবল ১২৭ এর স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, যা কখনও যথার্থ নয় যখন আপনি এত বড় লক্ষ্য তাড়া করছেন।“
যদিও এই অর্ধশতরানের জেরে মনীশ পান্ডের আত্মবিশ্বাস বাড়বে, এমনটাই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেছেন, “এটি কেবল প্রথম ম্যাচ। যদি আপনি প্রথম ম্যাচে রান করেন, তাহলে মরশুমটি ভালো যেতে পারে। দলে উনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই, শুরুটা খুব ভালো হয়েছে, উনি এই অর্ধশতরান থেকে আত্মবিশ্বাস পাবেন এবং এর জেরে সামনের দিনে আরও রান করবেন।“
শেষে বিস্ফোরক অলরাউন্ডার আব্দুল সামাদকে ব্যাটিং অর্ডারে এত নীচে নামানো নিয়েও প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া। মাত্র আট বল খেলে ১৯ রান করেছেন সামাদ, যেখানে ১৯তম ওভারে প্যাট কামিন্সকে ছয় মারেন কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। এই নিয়ে আকাশ চোপড়া বলেছেন, “আর একটি প্রশ্ন হল আপনারা সামাদকে ব্যাটিং অর্ডারে এত নীচে রেখেছেন। এটি আরও একটি জিনিস যা অবাক করার কথা কিন্তু সেটি ঠিক আছে কারণ ওনাদের রেকর্ডের জন্য আপনি বেশি ছয় মারার প্রত্যাশা রাখেন বিজয় শঙ্কর এবং নবির উপর।“