আইপিএলে মেগা নিলামের পাশাপাশি আহমেদাবাদ থেকে জুড়তে পারে নতুন দল! বিস্তারিত পড়ুন...

এক্সট্রা টাইম নিউজ ডেস্ক : ত্রয়োদশ আইপিএল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও কাটেনি। ইতিমধ্যেই আগামী বছরের আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন যে ২০২১ সালের ক্রোড়পতি লিগ দেশের মাটিতে আয়োজিত হবে। এদিকে শোনা যাচ্ছে আগামী বছর ৮' দল নয়, বরং ৯'টি দল নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হতে পারে। সূত্রের মতে আহমেদাবাদ থেকে একটি ফ্রাঞ্চাইজি যুক্ত হতে চলেছে। যেহেতু হাতে সময় কম, তাই শোনা যাচ্ছিল ২০২১'এর আইপিএল শুরু হওয়ার আগে নিলাম হবে না। তবে নতুন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য শোনা যাচ্ছে আগামী আইপিএল শুরু হওয়ার আগে মেগা নিলাম পর্বের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সৌরভ ইতিমধ্যেই জানিয়েছেন, বোর্ড পরবর্তী আইপিএল দেশের মাটিতেই আয়োজন করতে চায়। শুধু তাই নয়, প্রথমে গররাজি হলেও বর্তমানে মেগা নিলাম আয়োজন করার ব্যাপারে রাজি হয়েছে বোর্ড। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি আত্মপ্রকাশ ঘটাতে পারে। বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে একটি নতুন কর্পোরেট দল আইপিএলে যুক্ত হতে পারে। তাদের হোম ভেন্যু হবে সদ্য উদঘাটন করা সর্দার প্যাটেল স্টেডিয়াম অর্থাৎ মোতেরা। যদিও এখনও সরকারি ঘোষণা হয়নি। যদিও বোর্ডের তরফ থেকে সব ফ্রাঞ্চাইজির কাছে ইতিমধ্যেই বার্তা পৌঁছে গিয়েছে। যাতে তারা মেগা নিলামের জন্য তৈরি থাকে। কারণ, নতুন দল যুক্ত হলে তো নিলামের ব্যবস্থা করতেই হবে।
মেগা নিলামের নিয়ম অনুসারে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের তিনজন পুরোনো ক্রিকেটারকে ধরে রাখতে পারে। এছাড়া রয়েছে ‘রাইট টু ম্যাচ' কার্ড। এই বিশেষ কার্ড ব্যবহার করে যত দামই উঠুক, সেই দাম দিয়ে আরও দু’জন ক্রিকেটারকে কিনতে পারে যেকোনও ফ্রাঞ্চাইজি। ২০২১ সালের আইপিএল নিলামেও এই নিয়ম রাখা হতে পারে। বোর্ড কর্তাদের পাশাপাশি ফ্রাঞ্চাইজিগুলো এই নিয়মের পক্ষে সওয়াল করেছেন।
করোনা পরিস্থিতির জন্য চলতি বছরের আইপিএল পিছিয়ে যায়। ভারতের বদলে এই ভোল্টেজ প্রতিযোগিতা জৈব বলয়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। যদিও আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ দেশের মাটিতে ক্রোড়পতি লিগ আয়োজন করতে বদ্ধপরিকর সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর বিসিসিআই।