আইপিএলে আবারও করোনার বড়সড় সংক্রমণ, স্থগিত হওয়ার সম্ভাবনা বাড়ছে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলে ধীরে ধীরে করোনার আক্রমণ যেন ক্রমেই বেড়ে চলেছে। জৈব সুরক্ষা বলয় ও নিয়মবিধি থাকা সত্ত্বেও এই মারণরোগ যেন ক্রমেই আগমণ করছে কোটিপতি লিগে। এবার আইপিএলের আয়োজক শহর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আট কর্মী করোনায় আক্রান্ত হলেন।
গত সপ্তাহে ১৯জন মাঠকর্মীকে আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছিল, যেখানে গত ২৬ মার্চের রিপোর্ট অনুযায়ী তিনজন করোনা পজিটিভ হয়েছেন, আর গত শুক্রবারের রিপোর্টে আরও পাঁচজনের সংক্রমিত হওয়ার খবর এসেছে। আর এর জেরে মুম্বইয়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হয়ে গেল।
এই মুহুর্তে দেশে করোনায় দ্বিতীয় প্রবাহ শুরু হয়ে গিয়েছে, আর গতবারের মত এবারেও এই প্রবাহের মধ্যমণি মহারাষ্ট্র। ফলে মাঠকর্মীদের আক্রান্ত হওয়ার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ করা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে ওয়াংখেড়েতে। এরপর আগামী ২৫ এপ্রিল অবধি ১০টি ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে।
মাঠকর্মীদের অধিকাংশই ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকেন না, নিজেদের বাড়ি থেকে প্রতিনিয়ত যাত্রা করে আসেন। এবং অধিকাংশই ভিড় ট্রেনে সফর করেন, আর সেখান থেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন তারা, এমনই ধারণা করা হচ্ছে। এবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিকল্পনা করছে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মাঠকর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেবে।
এই নিয়ে অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেছেন, “আমরা এই মুহুর্তে স্টেডিয়ামে মাঠকর্মীদের জন্য ব্যবস্থা করব। মাঠে যথেষ্ট ঘর রয়েছে যেখানে তাদের রাখা যাবে। ওয়াংখেড়ে আইপিএল আয়োজন নিয়ে কোনও সংকট থাকবে না। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা তৈরি হয়ে যাব।“
এর আগে মুম্বইয়ে এসে করোনায় আক্রান্ত হন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান নীতিশ রানা। সেখানকার একটি হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। যদিও বর্তমানে তিনি কোভিড নেগেটিভ এসেছেন।