দেশে ফিরেই বিস্ফোরক অ্যাডাম জাম্পা, আইপিএলের বায়ো বাবলকে 'দূর্বলতম' হিসেবে তুলে ধরলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার দোহার কানেক্টিং ফ্লাইট ধরে দেশে ফিরে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই অসি ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। আর দেশে ফেরার পরেই বিস্ফোরক হয়ে ওঠেন তরুণ লেগ স্পিনার জাম্পা। সরাসরি তিনি বলে দিলেন, আইপিএলের জৈব সুরক্ষা বলয় তার চোখে সব থেকে দূর্বল ও ক্ষতিকারক।
এই নিয়ে অস্ট্রেলিয়ার একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাম্পা বলেছেন, "আমরা বেশ কিছু বলয়ে ছিলাম, আর আমার মনে হয় এটি সব থেকে দূর্বল। আমার মনে হয় কারণ এটি ভারত, এখানে সব সময় পরিচ্ছন্নতা নিয়ে কথা বলা হয় এবং অতি সতর্ক হতে হয়। আমার মনে হয়েছে এটি সব থেকে দূর্বল।"
এরপর অ্যাডাম জাম্পা জানিয়েছেন, ভারতে না হয়ে দুবাইতে আইপিএল হলে ভালো হত। তিনি বলেছেন, "ছয় মাস আগে দুবাইতে হওয়া আইপিএলে এমনটা মনে হয়নি। আমার খুব সুরক্ষিত মনে হয়েছিল। ব্যক্তিগত ভাবে, আমার মনে হয় এবারের আইপিএলটি দুবাইয়ে হলে ভালো হত। কিন্তু অবশ্যই, বেশ কিছু রাজনৈতিক বিষয়ও জড়িয়ে থাকে। অবশ্যই টি২০ বিশ্বকাপ এই বছরের শেষে হবে। আর এটিই ক্রিকেট বিশ্বের আগামী আলোচনা হবে। ছয় মাস একটি দীর্ঘ সময়।"
এবারের আইপিএলে একটিও ম্যাচ খেলতে পারেননি জাম্পা, এবং তিনি মনে করেন, এবারের অনুশীলনে সেই উদ্দীপনা পাচ্ছিলেন না। এই নিয়ে জাম্পা বলেছেন, "অবশ্যই করোনার পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আমার মনে হয়েছে, অনুশীলন এবং অন্যান্য বিষয়ে আমি টিমের সাথে খেলছিলাম না। আমি অনুশীলনে যাচ্ছিলাম এবং সেই উদ্দীপনা পাচ্ছিলাম না। বলয়ের ক্লান্তি এবং বাড়ি ফিরে যাওয়ার সুযোগের মত বিষয় ছিল। যখন বিমান পরিষেবা বাতিলের খবর সামনে এল, তখন মনে হয়েছে এটিই সেরা সময় সিদ্ধান্ত নেওয়ার।"
এদিকে অনেকেই ব্যক্ত করেছেন যে আইপিএলে খেলা ক্রিকেটাররা এই কঠিন পরিস্থিতিতে খেলে বড় কাজ করছে। এই নিয়ে জাম্পা উত্তর দিয়েছেন, "অনেক মানুষ এসে বলছেন যে ক্রিকেট বেশ কিছু মানুষকে স্বস্তি দিতে পারে কিন্তু সেটির একটি ব্যক্তিগত জবাব হয়ে থাকে। যাদের পরিবারের সদস্যরা মৃত্যুশয্যায় রয়েছে তারা ক্রিকেট নিয়ে ভাবছেই না।"
ফলে সব মিলিয়ে, আইপিএল নিয়ে এত বড় অভিযোগ এনে বিসিসিআইকে কার্যত বিষোদগার করলেন অস্ট্রেলিয়ার এই তারকা লেগ স্পিনার।