কেমন হবে স্বপ্নের আইপিএল একাদশ ? জানালেন এবি ডি ভিলিয়ার্স

এপ্রিল ২ : তিনি নিজেই আইপিএলের আকাশে অন্যতম সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র । বিরাট কোহলির সঙ্গে তাঁর জুটি আইপিএল ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ জুটি । সেই দক্ষিণ আফ্রিকার মহাতারকা এবি ডি ভিলিয়ার্স এবার জানালেন নিজের পছন্দের সেরা আইপিএল একাদশ ।
ওপেনার হিসেবে রোহিত শর্মা ও বীরেন্দ্র সহবাগকে চান এবি । তিনে যথারীতি আছেন বিরাট কোহলি । চার নম্বর স্থানের জন্য ডিভিলিয়ার্স ভেবেছেন কেন উইলিয়ামসন বা স্টিভ স্মিথের কথা , প্রথমে সংকোচ করলেও শেষ পর্যন্ত চতুর্থ স্থানের জন্য নিজের নামও যুক্ত করেছেন তিনি । অর্থাৎ তাঁর স্বপ্নের আইপিএল একাদশে চার নম্বরে ব্যাট করতে নামবেন স্মিথ , উইলিয়ামসন বা তাঁর নিজের মধ্যে কেউ একজন । পাঁচ নম্বর স্থানে এবি চান ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসকে । ছয়ে উইকেট কিপার হিসেবে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি।
বোলিং বিভাগে এবি রেখেছেন দুই স্পিনার ও তিন পেসারকে । মহেন্দ্র সিংহ ধোনির পর নামবেন বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা । আটে দ্বিতীয় স্পিনার , আফগানিস্তানের জাদুকর রশিদ খান। নবম , দশম ও একাদশ স্থানে থাকবেন তিন পেসার । যথাক্রমে ভুবনেশ্বর কুমার , দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাডা ও ভারতের জসপ্রীত বুমরাহ ।
সবমিলিয়ে আইপিএলের নিয়ম মাফিক চার বিদেশীর সূত্রেই দল তৈরি করেছেন এবি । তবে ক্রিস গেইল , ডেভিড ওয়ার্নার বা সুরেশ রায়নার মতো বেশ কিছু আইপিএল কিংবদন্তির নাম বাদ গেছে তাঁর দল থেকে । অধিনায়ক হিসেবে এবির পছন্দ আর কেউ নন , স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি ।