আইপিএল ছাড়াও এবার ইপিএলে খেলবেন এবি ডি ভিলিয়ার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অন্যান্যবারের মত এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বড় ভরসা হবেন এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে ডি ভিলিয়ার্সের রেকর্ড অসামান্য। কিন্তু আইপিএল খেলেই ক্ষান্ত হবেন না তিনি, এরপর তিনি খেলবেন ইপিএলে। অবাক হলেন! আজ্ঞে ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, নেপালের ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তী।
গত বছর করোনার জেরে বাতিল হওয়া এই টুর্নামেন্টটি এই বছর ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে, আর নেপালের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের নাম লিখিয়েছেন মিস্টার ৩৬০। এই বিষয়ে শিলমোহর দিয়েছেন ইপিএলের ম্যানেজিং ডিরেক্টর আমির আখতার। তিনি বলেছেন, "আমরা চেষ্টা করছি সেরা আন্তর্জাতিক খেলোয়াড়দের এনে নেপালকে বিশ্ব ক্রিকেটে তুলে ধরার জন্য। আমরা গত মরশুমেও এবি ডি ভিলিয়ার্সকে আনতে চেষ্টা করেছিলাম কিন্তু উনি সেই সময় ব্যস্ত ছিলেন। এই মরশুমে তিনি রাজি হয়েছেন। যদি কোনও কিছু মাঝখানে না আসেন, তাহলে উনি এখানে এসে খেলবেন।"
ফলে এভারেস্ট প্রিমিয়ার লিগের ড্রাফটে এবি ডি ভিলিয়ার্স সব থেকে বড় আকর্ষণীয় খেলোয়াড় হবেন এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখাবে সেটি বলাই যায়। গত বছর এই টুর্নামেন্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল, কিন্তু করোনার জেরে টুর্নামেন্টটি ভেস্তে যায়। ফলে এই বছর গেইলকে আনা যায় কিনা, সে নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে গত মরশুমে কেভিন ও ব্রায়েন, পল স্টিরলিং, রোহন মুস্তাফা, রুলফ ভ্যান ডার মারওয়ে এবং রিচার্ড লেভির মত বিদেশী খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলেছিলেন।
এভারেস্ট প্রিমিয়ার লিগে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল রয়েছে। সেগুলির নাম হল পোখরা রাইনোস, ললিতপুর পেট্রিয়টস, ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস, চিতওয়ান টাইগার্স, বিরাটনগর ওয়ারিয়র্স এবং কাঠমান্ডু কিংস ইলেভেন।