“আমি সেখানে খুব একা বোধ করি”: উইম্বলডনের প্রথম রাউন্ডে হারের পর মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা জভেরেভ, থেরাপি নেওয়ার ইঙ্গিত

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ উইম্বলডনের প্রথম রাউন্ডে সবচেয়ে বড় চমক ছিলেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড় ফ্রান্সের অপ্রত্যাশিত আর্থার রিন্ডারকনেচের কাছে হেরে বিদায় নেন।
৪ ঘণ্টা ৪০ মিনিটের টানা লড়াইয়ে ৭-৬ (৭/৩), ৬-৭ (৮/১০), ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-৪ গেমে পরাজয়ের পর জভেরেভ প্রকাশ করেন নিজের চলমান মানসিক সংগ্রাম ও একাকীত্বের কথা ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “অনেক সময় আমি কোর্টে নিজেকে খুব একা মনে করি। মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকেই এটা হচ্ছে। আমি চেষ্টা করছি এই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসার, কিন্তু বারবার ফিরে যাচ্ছি সেই জায়গায়। সামগ্রিকভাবে জীবনের দিক থেকে আমি খুব একা অনুভব করছি, যেটা খুবই কষ্টকর।”
গ্রাস কোর্টে এর আগে কখনও চতুর্থ রাউন্ডের পরে যেতে পারেননি জভেরেভ। এবারও সেই রেকর্ড বদলাতে পারলেন না। তিনি জানিয়েছেন, এবার হয়তো জীবনে প্রথমবার থেরাপি নেওয়ার দরকার হতে পারে। “আমি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। মিডিয়ার চাপে, জীবনের নানা ঝড়ে। কিন্তু এতটা শূন্যতা আগে কখনও অনুভব করিনি। জীবনের প্রতি, খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। এমন নয় যে শুধু টেনিসে — টেনিসের বাইরেও আমি আর আনন্দ খুঁজে পাই না। যখন আমি স্টুটগার্ট বা হালে-তে জয় পেলাম, তখনও সেই পুরনো অনুভূতি—উচ্ছ্বাস, অনুপ্রেরণা—এসে ধরা দেয়নি। যেন সবকিছু ফাঁকা লাগছে। এটা আমার জীবনে প্রথমবার এমন অনুভূতি।”
উইম্বলডনের এবারের আসরে জভেরেভ ছাড়াও আরও ১২ জন পুরুষ শীর্ষ বাছাই খেলোয়াড় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন—যা ২০০১ সালে ৩২ জন বাছাই খেলোয়াড়ের নিয়ম চালু হওয়ার পর একটি রেকর্ড। মহিলাদের সিঙ্গলসেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন ৯ জন বাছাই খেলোয়াড়।