এজবাস্টন টেস্ট শুরুর আগে হোটেলবন্দি ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আচমকা ভারতীয় ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। বার্মিংহ্যামে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার কাছাকাছি সেন্টিনারি স্কোয়ারে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। বার্মিংহ্যাম সিটি সেন্টার পুলিশ সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে। সবাইকে সতর্ক করা হয়। তারপরই ক্রিকেটারদের হোটেল থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়।
বার্মিংহ্যাম পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে লেখে, "বার্মিংহ্যাম সিটি সেন্টারে সেন্টিনারি স্কোয়ারে আমরা একটা সন্দেহজনক প্যাকেট পেয়েছি। তার তদন্ত চলছে। আমাদের অ্যালার্ট করা হয়। একাধিক বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। তাই অনুরোধ করব এই এলাকায় না আসার জন্য।" তবে ঘণ্টাখানেক পর কর্ডন তুলে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
সাধারণত প্লেয়াররা টিম হোটেলের কাছাকাছি এলাকায় ঘোরে। প্রসঙ্গত বুধবার থেকে শুরু হচ্ছে এজবাস্টন টেস্ট। সেখানে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।