অলিম্পিক স্বর্ণপদকজয়ী নীরাজের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন বছর ১৯-এর এক জার্মান তরুণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: স্বয়ং স্বর্ণপদক জয়ী যেখানে জাভেলিং থ্রোয়ে ৯০ মিটার পেরোতে পারেননি, সেখানে কিনা এক জার্মান তরুণ অনায়াসে তা পার করে দিলেন। হ্যাঁ, এমনটাই ঘটেছে জার্মান শীতকালীন জাভেলিং লীগে।এই থ্রোয়ারের নাম ম্যাক্স ডেহনিং।
রেকর্ডের নজির গড়েছেন ম্যাক্স। সবচেয়ে কমবয়সী ৯০ মিটার থ্রোয়ার হিসেবে ইতিহাস গড়লেন এই তরুণ। এখনো পর্যন্ত এত দূরত্ব কেউ অতিক্রম করতে পারেননি। গত শনিবার, ম্যাক্সয়ের থ্রোয়ের দূরত্ব ছিলো প্রায় ৭৮ মিটার। রবিবারে তা হয় ৯০.২০ মিটার। তারপরের টি ৮৫.৪৫ মিটার। ঠিক এখানেই নীরজের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। কারণ আকস্মিকভাবে তিনি এই নজির গড়েননি, তার প্রতিভা তিনি বুঝিয়ে দিয়েছেন এভাবেই।
আরও পড়ুন- জায়ান্ট ইউনাইটেড ফুটবল একাডেমি ভবিষ্যতের দীপেন্দু বিশ্বাস তৈরি করার পথে
এই নজির গড়ার পরই অলিম্পিকে অনায়াসে জায়গা করে নিয়েছেন ম্যাক্স। ৮৩ মিটার অতিক্রম করলেই প্যারিসে হওয়া অলিম্পিকে যারা করে নিতে পারেন খেলোয়াড়রা। স্বভাবতই সেই কারণে অলিম্পিকে উত্তীর্ণ হলেন তিনি। গতবারের স্বর্ণপদকজয়ী নীরজের সেরা দূরত্ব ছিল ৮৯.৯৮ মিটার। যে জায়গায় দাঁড়িয়ে ম্যাক্সের থেকে তার দূরত্বের ব্যবধান মাত্র ০.২৬ মিটার। অর্থাৎ এবার সেয়ানে শেয়ানে টক্কর। মুখোমুখি হচ্ছেন তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই ম্যাক্স নীরজের কাছে কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ালেন।