“এখনও নিজের সেরাটা দেওয়া বাকি!” অলিম্পিকের আগে বড় বার্তা নীরজ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের বৃহৎ ক্রীড়া সম্মেলন ট্রেইলব্লেজেরস ২.০। উপস্থিত আছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। আছেন প্রাক্তন স্বর্ণপদকজয়ী শুটার অভিনব বিন্দ্রা, প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং অনলাইনে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী এবং স্বর্ণপদক জয়ী জাভেলিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। কি বললেন তিনি? চলুন শুনে নেওয়া যাক।
নীরজ বরাবরই হাসিখুশি স্বভাবের। আসন্ন অলিম্পিকে অংশগ্রহণ করছেন তিনি। তার জন্য অনুশীলনে রয়েছেন। নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। তিনি বলছেন, “ পরাজয় তো আসবেই। তবে পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবে। আমি নিজে গ্রাম থেকে আসা। আমার পরিবার আমাকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল।” হরিয়ানার একটি গ্রাম থেকে আসেন নীরজ। সেখান থেকে আজ সাফল্যের শিখরে উঠেছেন তিনি।
বিশ্বজয়ী বা স্বর্ণপদক জয়ী খেতাব পেলেও নিজের সেরাটা এখনো দিতে বদ্ধপরিকর তিনি। আসন্ন অলিম্পিকে তার পুরোটাই উজাড় করে দিতে চান। তিনি এও বলেছেন “কারণ সারা দেশের মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তাদের সেই আশা বিফলে যাওয়া উচিত নয়।”
আরও পড়ুন- অলিম্পিকের সন্ধিক্ষণে ‘এডুকেশন মুভমেন্টের’ হাল হকিকত তুলে ধরলেন অভিনব বিন্দ্রা
নীরজের পাশাপাশি এই একই অনুষ্ঠানে বিন্দ্রা সৌরভ গাঙ্গুলী ভারতের ক্রীড়া পরিকাঠামো নিয়েও কথা বলেছেন।দিন যত যাচ্ছে তত উন্নত হচ্ছে এই পরিকাঠামো। কারণ অলিম্পিকে অংশগ্রহণ করতে হলে সঠিক পরিকাঠামোর প্রয়োজন একটি দেশের। যেখানে ভারত প্রায় সব খেলাধুলাতে সমানভাবে অংশগ্রহণ নিচ্ছে। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে আরও উন্নতির দিকে এগোচ্ছে তারা। তবে দিন যত যাবে ততো উন্নততর হতে থাকবে এই পরিকাঠামো।