গত আইলিগের সেরা মিডফিল্ডার ফাল্গুনী সিং যোগ দিতে চলেছেন এটিকে-মোহনবাগানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল এই সইকে ঘিরে। এক্সট্রা টাইম বাংলায় একাধিকবার এই সই নিয়ে আপনাদের আপডেট দেওয়া হয়েছে। এবার সেই ট্রান্সফার কার্যত পূর্ণতা পেতে চলেছে। সব কিছু ঠিক থাকলে, আগামী মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে আইএসএল অভিষেক করতে চলেছেন ট্রাউ এফসির অধিনায়ক কোনসাম ফাল্গুনী সিং।
২৬ বছরের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বেশ মনে ধরেছে এটিকে-মোহনবাগানের। স্ক্রিনিং করা ছাড়াও খেলা তৈরি করতে বেশ সক্ষম এই মনিপুরি ফুটবলার। গত আইলিগে সেরা মিডফিল্ডারের পুরষ্কার পেয়েছেন ফাল্গুনী। আর এর জেরে দীর্ঘমেয়াদি চুক্তিতে ট্রাউ এফসির এই তারকা ফুটবলারকে সই করতে চলেছে এটিকে-মোহনবাগান।
গত মরশুমে ট্রাউয়ের হয়ে প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট খেলেছেন ফাল্গুনী। তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৮ সালে নিসা মনিপুর থেকে ট্রাউয়ে যোগ দিয়েছিলেন ফাল্গুনী। আর তারপর দলের নিয়মিত সদস্য হন তিনি।
এর জেরে এটিকে-মোহনবাগানের অন্যতম বড় সমস্যা অর্থাৎ ডিফেন্সিভ স্ক্রিনিংয়ের ক্ষেত্রে ভালো অপশন পেল এটিকে-মোহনবাগান। আপাতত ট্রান্সফার বাজারে দারুণ খেলছে সবুজ-মেরুণ ব্রিগেড। লিস্টন কোলাসো এবং অমরিন্দর সিংকে সই করে ফেলেছে। আশুতোষ মেহতা, দীপক টাংরি এবং বিদ্যানন্দা সিংয়ের সই স্রেফ ঘোষণার অপেক্ষায়। এবার হাজির হলেন ফাল্গুনী সিং।