আইলিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডে লজ্জার হার মহমেডানের, সৌজন্যে বিদ্যাসাগরের হ্যাটট্রিক

মহমেডান স্পোর্টিং ক্লাব - ০
ট্রাউ এফসি - ৪ (ফাল্গুনী সিং, বিদ্যাসাগর সিং - ৩)
সব্যসাচী ঘোষ : এবারের আইলিগে প্রথমবারের সাক্ষাতে ট্রাউ এফসির বিরুদ্ধে থ্রিলার ম্যাচ ড্র করে এসেছিল মহামেডান স্পোর্টিং। কিন্তু এই ম্যাচে একপ্রকার যেন অসহায় আত্মসমর্পণ করে বসল সাদা-কালো ব্রিগেড। ট্রাউ এফসির আক্রমণ ও গতির বিরুদ্ধে যেন পেরে উঠছিল না মহামেডান। আর ট্রাউয়ের এই বিধ্বংসী পারফর্মেন্সের সৌজন্যে বিদ্যাসাগর সিংয়ের দর্শনীয় তিন গোল।
শুরু থেকেই মহামেডানের উপর চাপ তৈরি করেছিল ট্রাউ এফসি। ২৯ মিনিটে কোমরন তুর্সোনভের ফ্রিকিক ধরতে পারেননি গোলকিপার শুভম রায়, আর সেই রিবাউন্ড থেকে সহজ গোল করেন ফাল্গুনী সিং। এরপর যেন জেগে উঠলেন বিদ্যাসাগর সিং। ৩৯ মিনিটে দুরপাল্লার শটে টপ কর্নারে গোল করেন, আর ৪২ মিনিটে মহামেডানের দুই ডিফেন্ডারকে টপকে সুন্দর প্লেসিং করে গোল করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন এই স্ট্রাইকার।
এদিকে দ্বিতীয়ার্ধে গোলকিপার পরিবর্তন করে প্রিয়ন্ত সিংকে এবং সাইফুল রহমানের জায়গায় হীরা মন্ডলকে নামালেও খুব একটা সুবিধে করতে পারেননি সাদা-কালো ব্রিগেডের কোচ শঙ্করলাল চক্রবর্তী। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল ব্ল্যাক প্যান্থাররা। জন চিডি-পেদ্রো মানজিরা বারবার আক্রমণ তৈরি করলেও সুরাহা মিলছিল না। প্রচুর সুযোগ তৈরি করলেও ট্রাউয়ের কড়া ডিফেন্স তা মিটিয়ে দিচ্ছিল।
যদিও প্রতি আক্রমণে ট্রাউ এফসি কয়েকবার আক্রমণে উঠছিল, আর সেখান থেকেই এল আরও একটি গোল।৬৫ মিনিটে কোমরন তুর্সোনভের পাসে দারুণ চেস্ট ট্র্যাপ করে ভলিতে দুর্দান্ত গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বিদ্যাসাগর সিং। আর সেটিই যেন কফিনের শেষ পেরেক হিসেবে গেঁথে দেয় ট্রাউ এফসি। শেষ অবধি ৪-০ গোলে ট্রাউ এফসি হারাল মহামেডানকে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এমন বাজে হার মহামেডানের আত্মবিশ্বাস নষ্ট করে দেবে কিনা, সেটিই দেখার।