আইলিগের দৌড়ে বড় ধাক্কা পেল ট্রাউ এফসি, খেলবেন না এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল চার্চিল ব্রাদার্সের হারের জেরে আইলিগের টেবিলে শীর্ষে চলে যায় পাহাড়ি দল ট্রাউ এফসি। বর্তমানে চার্চিলের সাথে সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ট্রাউ। আর এর ফলে প্রথমবার আইলিগ জয়ের স্বপ্ন অনেকটাই উজ্জ্বল তাদের জন্য।
কিন্তু খেতাবি দৌড়ে বেশ বড় ধাক্কা পেল ট্রাউ এফসি। তারকা বিদেশী ফরোয়ার্ড কোমরন তুর্সোনভ ট্রাউয়ের পরবর্তী ম্যাচগুলি খেলতে পারবেন না। আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বের রাউন্ডে তাজিকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন তুর্সোনভ। আর তার ফলে দেশে ফিরে যেতে হচ্ছে এই তারকা স্ট্রাইকারকে।
তবে দেশে ফেরার আগে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন কোমরন। তিনি জানিয়েছেন যাতে ট্রাউ আরও ভালো পারফর্ম করেন সেই আশা রাখছেন তিনি। ট্রাউয়ের ফরোয়ার্ড লাইনে দারুণ জুটি হিসেবে গড়ে উঠেছিলেন বিদ্যাসাগর সিং ও কোমরন তুর্সোনভ। এদিকে এরপর ট্রাউয়ের সামনে খেতাবি লড়াইয়ের সব থেকে বড় চ্যালেঞ্জ রয়েছে, যেখানে তাদের খেলতে হবে শক্তিশালী চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। এই ম্যাচই কার্যত ঠিক করে দেবে এবারের আইলিগ কে দখল নেবে।