ত্রিমুখী লড়াই আইলিগে, শেষ দিনে বাজিমাত করবে কোন দল? রইল খেতাব জয়ের অঙ্ক

সব্যসাচী ঘোষ : শনিবার আইলিগের শেষ ম্যাচডেতে জানা যাবে, কে হবে চ্যাম্পিয়ন। নয়া ফর্ম্যাটে খেলা এই লিগে এই মুহুর্তে ত্রিমুখী লড়াই চলছে খেতাবের জন্য। গোকুলাম কেরালা, ট্রাউ এফসি এবং চার্চিল ব্রাদার্স রয়েছে লড়াইয়ে। বিকেল পাঁচটায় গোকুলাম ও ট্রাউয়ের মধ্যে ম্যাচটি কার্যত ভার্চুয়াল ফাইনাল, যেখানে চার্চিল ব্রাদার্স বনাম রাউন্ডগ্লাস পাঞ্জাব ম্যাচটি কার্যত ডিসাইডার।
আর এর জেরে বেশ অনেক অঙ্ক উঠে এল খেতাব জয়ের জন্য। এই মুহুর্তে তিন দলই ২৬ পয়েন্টে রয়েছে। হেড টু হেড এর জন্য গোকুলাম শীর্ষে রয়েছে, এদিকে গোল পার্থক্যে চার্চিলকে টপকে গিয়েছে ট্রাউ এফসি। ফলে এই অঙ্কে নির্ধারিত হবে এবারের আইলিগের বিজয়ী।
ট্রাউ বনাম গোকুলামের ম্যাচে যে জিতবে, সে ২৯ পয়েন্ট নিয়ে খেতাব জিতে নেবে, সেক্ষেত্রে চার্চিলকে বিশাল বড় গোলের ব্যবধানে জিততে হবে। এদিকে যদি গোকুলাম-ট্রাউ ম্যাচ ড্র হয়, তাহলে যদি পাঞ্জাবকে চার্চিল হারায়, তাহলে আইলিগ চ্যাম্পিয়ন চার্চিল। আর যদি চার্চিল পয়েন্ট নষ্ট করে এবং গোকুলাম ট্রাউয়ের বিরুদ্ধে ড্র করে, তাহলে গোকুলাম হেড টু হেডের বিচারে চ্যাম্পিয়ন হবে।
ফলে অ্যাডভান্টেজ বেশি গোকুলামের। তবে তিন দলই জেতার জন্য মুখিয়ে থাকবে, বিশেষ করে চার্চিল পুরো আক্রমণাত্মক হয়েই কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামবে।