চার্চিলের উপরেই বেশি চাপ রয়েছে, লিগ টপারদের সাবধান করলেন সাদা-কালো ব্রিগেডের হেডস্যার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে থ্রিলার ম্যাচের পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে ব্ল্যাক প্যান্থার্সের। এবার সামনে লিগ টপার চার্চিল ব্রাদার্স, যাদের লক্ষ্যে রয়েছে তৃতীয় আইলিগ খেতাব জয়। কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নীচের দিকে থাকা মহমেডান স্পোর্টিং মুখিয়ে থাকবে লড়াইয়ে আরও এগিয়ে যাওয়ার।
এবার আগামী ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে চার্চিলকে সমীহ করলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী, যদিও মস্তিষ্কের খেলাও শুরু করেছেন এই বাঙালি কোচ। তিনি বলেছেন, "চার্চিল ব্রাদার্স একটি ভালো দল যাদের মধ্যে অভিজ্ঞতা এবং ভালো কিছু গুণ রয়েছে এবং খেতাব জেতার দাবিদার। আমরা ওদের সম্মান করছি এবং আমরা জানি এটি একটি কঠিন ম্যাচ হবে আর আমরা তৈরি রয়েছি এটির জন্য। ওদের জিততেই হবে এবং আমাদের থেকে ওদের চাপ আরও বেশি, কিন্তু আমাদের কাছে এটি একটি সুযোগ মাঠে গিয়ে নিজেদের সেরাটা দেওয়ার। আমরা ওদের প্রতি কঠিন মনোভাব নেব এবং নিজেদের আক্রমণাত্মক খেলায় জোর দেব।"
মহমেডানের নজরে নিঃসন্দেহে থাকবেন চার্চিলের দুই তারকা বিদেশী লুকা মাজচেন এবং ক্লেইভিন জুনিগার উপর। মাজচেন এবারের আইলিগে আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন, যেখানে জুনিগা ছয়টি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। ফলে এই আক্রমণাত্মক জুটিকে আটকাতে সাদা-কালো ব্রিগেডের ভরসা অধিনায়ক কিংসলে। এছাড়া গোলে পেদ্রো মানঝি ও জন চিডির দিকে তাকিয়ে থাকবে মহমেডান সমর্থকরা।
পাশাপাশি চার্চিলের বিরুদ্ধে ম্যাচ খেলে নিজের দেশে ফিরে যাবেন বাংলাদেশী মিডফিল্ডার জামাল ভুঁইয়া। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, "এটি খুবই সম্মানের যে আমি মহমেডান স্পোর্টিং ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। ক্লাবকর্তা, যে কোচেদের অধীনে আমি খেলেছি, ক্লাবের স্টাফ যাদের সাথে আমি কাজ করেছি এবং আমার সতীর্থ যাদের সাথে আমি খেলেছি - সকলকে ধন্যবাদ জানাতে চাই। আর সব শেষে সেই সমর্থকদের ধন্যবাদ যাদের জন্য আমি খেলতে পেরে ভাগ্যবান।"