ডিফেন্সকে শক্তিশালী করতে গোকুলাম এফসির এই দুরন্ত ডিফেন্ডারকে সই করল ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে একেবারেই হতশ্রী পারফর্মেন্স করেছে ওড়িশা এফসি। এবারের লিগের লাস্ট বয়ের এমন বাজে পারফর্মেন্সের অন্যতম কারণ ছিল দূর্বল ডিফেন্স। এবার নিজেদের ডিফেন্সকে জোরদার করতে এবারের আইলিগের অন্যতম সেরা পারফর্মার সেবাস্তিয়ান থাংমুয়ানসাংকে সই করল ওড়িশা এফসি।
আইলিগের টপার গোকুলাম কেরালা এফসির রাইট ব্যাককে আগামী দুই বছরের জন্য সই করিয়ে নিল ওড়িশা। জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগেই এই অফারে সম্মতি দিয়েছিলেন সেবাস্তিয়ান। এবার তাতে পড়ল শিলমোহর। আইলিগ শেষ হলেই ওড়িশা এফসি এই খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
এবারের আইলিগে গোকুলাম কেরালা এফসির অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে হাজির করেছেন সেবাস্তিয়ান। ১০ ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে চারটি ক্লিনশিট রেখেছে গোকুলাম। তবে ওড়িশা এফসির রাইট ব্যাক পজিশনে শুভম সারাঙ্গি এবং হেন্ড্রি অ্যান্টোনের মত বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছেন।
পুনে সিটি এফসির ইউথ অ্যাকাডেমি থেকে উঠে আসা সেবাস্তিয়ান খেলেছেন পুনে সিটি এফসি, চেন্নাই সিটি এফসি এবং নেরোকা এফসিতে। মাত্র ২২ বছর বয়স হলেও ইতিমধ্যে আইলিগে ৭০ এর বেশি ম্যাচ খেলে নিয়েছেন সেবাস্তিয়ান।