তিন বছরের চুক্তিতে ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছেন বিদ্যাসাগর সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইলিগে দুর্দান্ত পারফর্ম করেছেন মনিপুরের স্ট্রাইকার বিদ্যাসাগর সিং। ১২টি গোল করে লিগের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছিলেন বিদ্যা। আর সেই কারণে এই তরুণ ফরোয়ার্ডকে পেতে মুখিয়ে ছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি ও এসসি ইস্টবেঙ্গল আগ্রহ দেখেছিল বিদ্যাকে নিতে।
কিন্তু শেষ অবধি বিদ্যাকে নিতে সক্ষম হল গতবারের লিগের লাস্ট বয় ওড়িশা এফসি। আগামী মরশুমের জন্য জোরদার টিম করছে ওড়িশা। আর সেই কারণে লিগের টপ স্কোরারকে আনতে মরিয়া প্রয়াস করেছিল। আর সেই কারণে বিদ্যাসাগরের সাথে কথা শুরু করেছিল।
জানা গিয়েছে, প্রথম একাদশে খেলানোর বিষয়ে বিদ্যাকে আশ্বস্ত করেছে ওড়িশা এফসি। এদিকে ট্রাউয়ের থেকে অনেক বেশি বেতন পেতে চলেছেন তিনি। চুক্তির যাবতীয় শর্ত তিনি মেনে নিয়েছেন। ফলে ওড়িশা এফসি কার্যত তুলে নিয়েছে এই তারকা ফরোয়ার্ডকে।