ট্রাউ এফসিকে সমীহ শঙ্করলালের, মহামেডানের লক্ষ্য কেবল জয়

সব্যসাচী ঘোষ : আগামীকাল ট্রাউ এফসির বিরুদ্ধে আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। ফিনিক্স পাখির মত দুর্দান্ত কামব্যাক করে প্রথম ছয়ে নিজেদের জায়গা করে নিয়েছে, আর সেই মোমেন্টামকে ধরে এগোতে চাইবে সাদা-কালো ব্রিগেড। কিন্তু ট্রাউয়ের বিরুদ্ধে নামার আগে কিছুটা সাবধানী কোচ শঙ্করলাল চক্রবর্তী।
সাংবাদিক সম্মেলনে এসে শঙ্করলাল চক্রবর্তী যেন কিছুটা সমীহই করলেন ট্রাউ এফসিকে। তিনি বলেছেন, "ট্রাউয়ের বিরুদ্ধে এই ম্যাচটি গতবারের সাক্ষাতের চেয়ে কিছুটা আলাদা। ওরা বল ধরে খেলে, ওরা টেকনিক্যালি অনেক ভালো এবং ওদের দলে কিছু ভালো খেলোয়াড় রয়েছে। আমি মনে করি এটি খুবই কঠিন ম্যাচ হতে চলেছে, কিন্তু আমরা তৈরি আছি এই উপলক্ষ্যে ভালো কিছু করার।"
এদিকে প্রতিটি ম্যাচেই জয়কে প্রাধান্য দিতে চাইছেন কোচ শঙ্করলাল। কিন্তু তার জন্য খেলোয়াড়রা যেন কোনওরকম ছাড় না দেন। এই নিয়ে তিনি বলেছেন, "জয় সব সময়ই ভালো এবং এটি বোঝা যায় যে খেলোয়াড়দের মধ্যে আলাদা আত্মবিশ্বাস আসে। কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্রামে রাখতে চাই না এবং আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচেই উন্নতি করার। আমরা উন্নতি করতে চাই এবং গোল করার ক্ষমতা আরও বাড়াতে চাই।"
এদিকে সাদা-কালো ব্রিগেডের তারকা স্ট্রাইকার জন চিডি দলের জয়কেই প্রাধান্য দিতে চাইছেন। তিনি বলেছেন, "আমি দলকে নিয়ে ভাবছি। আমি যদি গোল নাও করি এবং দল যদি জেতে তাহলে আমি নিশ্চিন্ত থাকব। রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটি কঠিন ছিল এবং আগামীকাল আরও একটি কঠিন খেলা আসতে চলেছে। প্রথম পর্যায়ের থেকে একেবারেই আলাদা হবে এই ম্যাচগুলি। আমরা জানি ট্রাউয়ের বিরুদ্ধে খুবই কঠিন ম্যাচ হবে। তারা অত্যন্ত দ্রুতগতির একটি টিম।"
আগামীকালের ম্যাচে মহামেডানের সব থেকে বড় চিন্তা হবে অধিনায়ক এজে কিংসলের অনুপস্থিতি। কাশ্মীর ম্যাচে লাল কার্ড খাওয়ার দরুণ এই ম্যাচে তিনি থাকছেন না। কিন্তু স্বস্তির খবর এই, কোনওরকম চোট আঘাতের খবর নেই মহামেডান শিবিরে।