গোকুলামের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মহমেডান, খেতাব জয়ের স্বপ্নে নয়া আশা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ম্যাচে শক্তিশালী চার্চিল ব্রাদার্সকে ৪-১ ব্যবধানে হারিয়ে অধিক আত্মবিশ্বাসী মহমেডান স্পোর্টিং। আর তার ফলে আবারও নিজেদের খেতাব জয়ের আশা বাড়িয়েছে সাদা-কালো ব্রিগেড। এবার সামনে গোকুলাম কেরালা এফসি।
শক্তিশালী গোকুলাম এফসির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কোচ শঙ্করলাল চক্রবর্তী। শিবিরে আত্মবিশ্বাস যে তুঙ্গে রয়েছে, সে নিয়ে নিশ্চয়তা দিয়েছেন সাদা-কালো হেডস্যার। এই নিয়ে সাংবাদিক বৈঠকে শঙ্করলাল চক্রবর্তী বলেছেন, “আমি আমার দলের পারফর্মেন্সে খুশি। খেলোয়াড়রা প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স রেখেছে। টিমের আত্মবিশ্বাস অনেক বেশি। আমরা আমাদের ভালো কাজকে বাকি ম্যাচগুলির জন্য চালিয়ে যেতে চাই।“
এরপর লিগে মহমেডানের লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে শঙ্করলাল বলেছেন, “লিগ এখনও শেষ হয়নি আর আমরা আমাদের খেলাকে অনেক গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা আমাদের সেরাটা দেব যেটা আমরা করে এসেছি। আমরা প্রথম তিনে থাকার লক্ষ্য রাখছি এবং এটি পুরোদমে সম্ভব। এই স্বপ্নকে সত্যি করতে আমাদের সর্বাধিক পয়েন্ট তুলতে হবে বাকি ম্যাচ থেকে।“
এদিকে লিগে তৃতীয় স্থানে থাকা গোকুলামকে নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন কোচ শঙ্করলাল। তিনি বলেছেন, “গোকুলাম জয়ের জন্য পুরোদমে ঝাঁপাবে। আমাদের নিজেদের সদা সতর্ক থাকতে হবে। আমাদের দাঁড়িয়ে গেলে চলবে না। আমাদের পুরো বুঝতে হবে যে আমরা এমন একটি দলের বিরুদ্ধে খেলছি যাদের দুর্দান্ত ফুটবলার রয়েছে।“
যদিও মহমেডান কোচ নিশ্চিত করেছেন, প্রতিপক্ষের একজনের প্রতি কোনও আলাদা করে টার্গেট করছেন না তিনি। তবে এই ম্যাচে বড় ভূমিকা নেবেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো মানঝি, যিনি পাঁচ গোল করেছেন এই মরশুমে। যদিও জামাল ভুঁইয়ার বিদায়ে মাঝমাঠে কিছুটা হলেও সমস্যা তৈরি হবে মহমেডানের।