চার্চিল ব্রাদার্সের তারকা ফরোয়ার্ড ক্লেইভিন জুনিগাকে পেতে ঝাঁপাল মহমেডান স্পোর্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দুই সার্বিয়ান ফুটবলারকে তুলে নিয়ে চমক দেখিয়েছে মহমেডান স্পোর্টিং। এবার আক্রমণভাগে ধার বাড়াতে চার্চিল ব্রাদার্সের তারকা ফরোয়ার্ড ক্লেইভিন জুনিগাকে টার্গেট করল সাদা-কালো ব্রিগেড।
জানা গিয়েছে, হন্ডুরাসের এই ৩০ বছর বয়সী ফুটবলারকে বেশ পছন্দ হয়েছে মহমেডান কর্তা ও ইনভেস্টরের। এই পরিস্থিতিতে এই তারকা ফরোয়ার্ডের সাথে কথা বলতে শুরু করেছে ব্ল্যাক প্যান্থার্স।
গত আইলিগে চার্চিল ব্রাদার্সের হয়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন জুনিগা। ১৪ ম্যাচে আট গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। এছাড়া দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। এই পরিস্থিতিতে নব নিযুক্ত ফরোয়ার্ড স্টেফান ইলিচের সাথে জুনিগার জুটি বাঁধাতে আগ্রহী মহমেডান।