লকডাউনের মাঝে সদস্য নবীকরণের নোটিস মহমেডান স্পোর্টিংয়ের, পরে স্থগিতের নির্দেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তৃত্ব নিয়ে আদালতে লড়াই চলছে, আর এরই মাঝে রাজ্যে শুরু হয়েছে লকডাউন। এই পরিস্থিতির মধ্যেও প্রতি বছরের মতই সদস্য নবীকরণের জন্য নোটিস দিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। আর সেই নোটিস দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন সাদা-কালো ব্রিগেডের জনতা।
নোটিসে বলা হয়েছিল, আগামী ১৬ মে থেকে ১৬ জুনের মধ্যে দুই মরশুমের জন্য সদস্যরা তাদের কার্ড নবীকরণ করতে পারবে ৮০০ টাকা দিয়ে। কিন্তু লকডাউনে যখন গাড়ি-ঘোড়া বন্ধ, আর্থিক সংকটের মুখে রয়েছে আমজনতা। সেখানে ময়দানে মহমেডান ক্লাব তাঁবুতে এসে ৮০০ টাকা দিয়ে কার্ড নবীকরণ করা বেশ মুশকিলের ব্যাপার।
আর এই নিয়ে মহমেডান স্পোর্টিংয়ের সদস্য সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে। অন্তর্বর্তী সাধারণ সম্পাদক দানিশ ইকবালের উদ্দেশ্যে খোলা চিঠি পেশ করেন বেশ কিছু ফ্যান ক্লাব। আর সেই সকল আবেদন দেখে ও শুনে পিছু হটলেন মহমেডান কর্তারা।
এরপর একটি সরকারি বিবৃতি পেশ করে মহমেডান স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য এই সদস্যপদ নবীকরণের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে মহমেডানের শীর্ষস্তর থেকে জানা গিয়েছে, যখন নোটিস জারি করা হয়েছিল তখন কেউ জানতেন না যে লকডাউন হবে, আর সেই কারণেই পরে তারা ভুল শুধরে নিলেন।
আর এর জন্য মহমেডান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সমর্থক-সদস্যরা। যদিও নয়া সদস্য কবে থেকে নেওয়া হবে, সে বিষয়ে কোনও খবর দিতে পারেনি মহমেডান কর্তারা।