আগামী মরশুমের দলগঠনের জন্য ইনভেস্টরের সাথে আলোচনায় বসল মহমেডান স্পোর্টিং ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইলিগে মিশ্র পারফর্মেন্সকে ভুলে আগামী মরশুমের জন্য দলগঠনের কাজে লেগে পড়েছে মহমেডান স্পোর্টিং। ইতিমধ্যেই নয়া রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে নিযুক্ত করা হয়েছে। এবার খেলোয়াড় নিয়োগের বিষয়ে ইনভেস্টর বাঙ্কারহিলের সাথে আলোচনায় বসলেন মহমেডান কর্তারা।
শনিবার মহমেডান ক্লাব তাঁবুতে বিশেষ বৈঠকে বসেছিলেন কর্তারা। ইনভেস্টর পক্ষ থেকে হাজির ছিলেন চেয়ারম্যান দীপক সিং। আর ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দানিশ ইকবাল, ফুটবল সচিব দিব্যেন্দু বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি কামারউদ্দিন, বেলাল খান সহ একাধিক কর্তারা।
ইতিমধ্যেই কোচ চেরনিশভের সাথে দলগঠন নিয়ে আলোচনা করেছেন কর্তারা। বিদেশী নিয়োগে প্রাথমিক জোর দিচ্ছে সাদা-কালো ব্রিগেড। গত বছরের থেকে শক্তিশালী দল তৈরি করে আইলিগে নামতে চায় মহমেডান।