এক্সক্লুসিভ! বিশ্বকাপজয়ী ফুটবলার সহ সার্বিয়ার দুই ফুটবলারকে আনতে চলেছে মহমেডান স্পোর্টিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আগামী মরশুমের জন্য নয়া রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে নিযুক্ত করেছে মহমেডান স্পোর্টিং। আর এবার দলগঠনের বড়সড় চমক আনতে চলেছে সাদা-কালো ব্রিগেড। কোচের পছন্দের দুই সার্বিয়ান ফুটবলার আসতে চলেছেন, যার মধ্যে একজন হলেন বিশ্বকাপ জয়ী। এই খবর এক্সট্রা টাইম বাংলার এক্সক্লুসিভ।
সার্বিয়ান স্ট্রাইকার স্টেফান ইলিচ এবং মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচকে আনতে চলেছে মহমেডান স্পোর্টিং। এজেন্ট সূত্রে খবর, কোচ চেরনিশভ এই দুই খেলোয়াড়কে পেতে মরিয়া ছিলেন এবং তার পরামর্শমতই এই দুই ফুটবলার খেলবেন সাদা-কালো ব্রিগেডে।
স্টেফান ইলিচ সার্বিয়ার অনুর্ধ্ব ২০ দলের হয়ে ২০১৫ সালে বিশ্বকাপ খেলেছিলেন, আর সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সার্বিয়া। চেরনিশভের অধীনে স্পার্টাক সুবোটিকায় খেলেছেন ইলিচ। এছাড়া সার্বিয়ার হেভিওয়েট ক্লাব রেড স্টার বেলগ্রেডের হয়ে অল্প সময়ের জন্য খেলেছেন এই স্ট্রাইকার। বর্তমানে তিনি সার্বিয়ার প্রথম ডিভিশনের ক্লাব ওএফকে বাকাতে রয়েছেন ২৬ বছরের এই ফুটবলার।
এদিকে সার্বিয়ার ২৫ বছরের মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচকে আনার জন্যও মরিয়া চেরনিশভ। যদিও ইলিচের মত সেরকম কোনও সাফল্য নেই স্টোজানোভিচের। সেন্ট্রাল মিডফিল্ডে খেলা এই ফুটবলার খেলেছেন গ্রিস, রোমানিয়া, ম্যাসেডোনিয়ার মত দেশের প্রথম ও দ্বিতীয় ডিভিশন ক্লাবে। শেষ তিনি খেলেছিলেন ম্যাসেডোনিয়ার ক্লাব ওএফকে পেত্রোভাচে, যদিও চলতি বছরের শুরুতে তাকে রিলিজ দেওয়া হয় এবং ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন।
জানা গিয়েছে, এই দুই ফুটবলারকে পেতে অত্যন্ত আগ্রহী আন্দ্রে চেরনিশভ এবং এই বিষয়ে অনেকবারই ক্লাবকে জানিয়েছেন তিনি। ক্লাব সূত্রে খবর, ইতিমধ্যে এই দুই খেলোয়াড়কে চুক্তিপত্র পাঠানো হয়েছে সার্বিয়ায়।