এগিয়ে থেকেও পরাজয়ের অভ্যেস বজায় রাখল মহামেডান

রিয়াল কাশ্মীর - ৩ (স্যামুয়েল কিনশি - ২, এরনেস্ট বোয়াতেং)
মহামেডান স্পোর্টিং ক্লাব - ২ (মিরলান মুরজায়েভ, ক্রিস্টি ডেভিস)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইলিগে কার্যত এটাই কাহিনী হয়ে দাঁড়িয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়ে এসেছে সাদা-কালো ব্রিগেড। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল শনিবার। শ্রীনগরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারল মহামেডান।
এদিনের ম্যাচে আবিওলা দাউদার জায়গায় শুরু থেকে খেলেন মিরলান মুরজায়েভ। আর এসেই নিজের চমক দেখালেন। ১৪ মিনিটে এগিয়ে যায় মহামেডান। ডানদিক থেকে মার্কাস জোসেফের ক্রসে হেডে গোল করেন মুরজায়েভ।
তবে ২৬ মিনিটে কাশ্মীরকে সমতায় ফেরান স্যামুয়েল কিনশি। এরপর ৩৩ মিনিটে শেখ ফৈয়াজের কাট ব্যাক পাসে গোল করেন ক্রিস্টি ডেভিস। আর এই ফলেই প্রথমার্ধে এগিয়ে থাকে মহামেডান।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে রিয়াল কাশ্মীর। কাহলোনের পাসে ম্যাচের দ্বিতীয় গোল করেন স্যামুয়েল। আর শেষে ৮৫ মিনিটে সেই স্যামুয়েলই গোল করালেন, এবার গোল করে রিয়াল কাশ্মীরকে জিতিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা এরনেস্ট বোয়াতেং।
শেষ অবধি মহামেডান মরিয়া প্রয়াস করে। ৯ মিনিটের অতিরিক্ত সময় পেয়েও সমতায় ফেরার গোল পেতে ব্যর্থ হয় সাদা-কালো ব্রিগেড। আরও এক হার হজম করতে হল কিবু ভিকুনার ছেলেদের।