খবর হল সত্যি! মহমেডানে যোগ দিলেন দুই সার্বিয়ান ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েক সপ্তাহ আগে এক্সট্রা টাইম বাংলা এক্সক্লুসিভলি জানিয়েছিল, মহমেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিতে চলেছেন সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্টোজানোভিচ এবং ফরোয়ার্ড স্টেফান ইলিচ।
https://xtratimebangla.in/mohammedan-sporting-set-to-bring-two-serbian-footballers/
আর সেই খবরে শিলমোহর দিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই দুই খেলোয়াড়ের আগমণের ঘোষণা করল মহমেডান স্পোর্টিং।
২০১৫ সালে সার্বিয়ার হয়ে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছেন স্টেফান ইলিচ। রেড স্টার বেলগ্রেড, ওএফকে বাকা, স্পার্টাক সুবোটিকার মত ক্লাবে খেলেছেন এই ফরোয়ার্ড। এদিকে নিকোলা স্টোজানোভিচ গ্রিস, মন্টেনেগ্রো ও বেলারুশের প্রথম ডিভিশন ক্লাবে খেলেছেন। আর এই দুই সই নিঃসন্দেহে বড় উদ্যোগ মহমেডানের তরফ থেকে।