লিগ টপার চার্চিলকে হারিয়ে আইলিগের মোড় ঘুরিয়ে দিল মহমেডান

চার্চিল ব্রাদার্স - ১ (লুকা মাচঝেন)
মহমেডান স্পোর্টিং - ৪ (হীরা মন্ডল, ভানলাল ছাংতে, পেদ্রো মানঝি - ২)
সব্যসাচী ঘোষ : অসাধারণ পারফর্মেন্স করে নিজেদের আশা জিইয়ে রাখল মহমেডান স্পোর্টিং ক্লাব। লিগ টপার চার্চিল ব্রাদার্সকে শুধু হারালই না, একপ্রকার দাপটের সাথে উড়িয়ে দিল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা।
শুরু থেকে দুই দলই দুর্দান্ত শুরু করেছিল। আর শুরুতেই রেড মেশিনসকে বড় ধাক্কা দেয় মহমেডান। ১৬ মিনিটে গোল করে এগিয়ে দেন হীরা মন্ডল। এরপর ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন চার্চিলের স্ট্রাইকার লুকা মাঝচেন। কিন্তু তারপর যেন গোটাটাই দ্য মহমেডান শো।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্ল্যাক প্যান্থার্সদের এগিয়ে দেন ভানলালবিয়া ছাংতে। আর তারপর গোটা ম্যাচই দাপটের সাথে খেলে মহমেডান। শেষের দিকে দুটি গোল করে দাপুটে জয়ের ঠিকানা লেখেন সাদা-কালো ব্রিগেডের ভরসা পেদ্রো মানঝি।
এই জয়ের জেরে চার নম্বরে উঠে এল মহমেডান স্পোর্টিং, লিগ জয়ের আশা ক্ষীণ হলেও সম্ভাবনা বজায় রয়েছে। এদিকে আজকের হারের জেরে শীর্ষস্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে এল চার্চিল ব্রাদার্স। নয়া লিগ লিডার হিসেবে উঠে এল পাহাড়ি দল ট্রাউ এফসি।