ট্রাউ এফসির হার ভুলে এবার শক্তিশালী পাঞ্জাব এফসির বিরুদ্ধে সতর্ক মহমেডান স্পোর্টিং

সব্যসাচী ঘোষ : আইলিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ট্রাউ এফসির কাছে ৪-০ ব্যবধানে হেরে মনোবল অনেকটাই পড়েছে মহমেডান স্পোর্টিং ক্লাবের। এবার তাদের সামনে শক্তিশালী রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, যারা প্রথম পর্যায়ে বেশ ভালো ফুটবল খেলেছে। বড় হার ভুলে এবার পাঞ্জাবের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে চাইছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শঙ্করলাল বলেছেন, “ট্রাউয়ের বিরুদ্ধে ম্যাচটি দেখলে বুঝতে পারবেন, আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তারপর প্রথম গোল খাওয়ার পর আমরা নড়বড়ে হয়ে পড়ি। ট্রাউয়ের বিরুদ্ধে আমরা কিছু ভুল করেছি এবং আমরা জেতার মত প্রতিদ্বন্দ্বী ছিলাম না, কিন্তু আমাদের সেসব ভুলে যেতে হবে। আমরা আমাদের ভুল নিয়ে কাজ করেছি। খেলোয়াড়রা সমস্ত হতাশা পিছনে ফেলে আসন্ন পাঞ্জাব ম্যাচ নিয়ে পুরো ফোকাস করছে।“
এদিকে পাঞ্জাব এফসিকে সমীহ করে শঙ্করলাল বলেছেন, “পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না। ওদের কাছে খুব প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় রয়েছে এবং আমাদের কাছে খুব কঠিন প্রতিপক্ষ হিসেবে রয়েছে। আমরা জানি এটি একটি কঠিন ম্যাচ হবে কিন্তু আমাদের জিততে হবে। এটি সব সময় অনুপ্রেরণার যে একটি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা এবং খুব সতর্ক থাকা বিশেষত রক্ষণের দিক থেকে কারণ ওদের কিছু ভালো স্ট্রাইকার রয়েছে এবং আমাদের মনোযোগ রাখতে হবে খেলার প্রতিটি বিষয় নিয়ে।“
আইলিগ জয়ী স্ট্রাইকার পাপা দিওয়ারার আগমণের পর থেকে পাঞ্জাব এফসি দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে। এদিকে জোসেবা বেইতিয়া এবং চেঞ্চো গিল্টসেনের স্বতঃস্ফূর্ততায় খেলাটি দারুণভাবে পরিচালিত হয়। কিন্তু কোনও ব্যক্তিকে নয়, বরং গোটা পাঞ্জাব এফসিকে নিয়েই চিন্তা করছেন সাদা-কালো ব্রিগেডের হেডস্যার। এদিকে মহমেডান স্পোর্টিংয়ের জন্য ভালো খবর হল, সাসপেনশন সারিয়ে ফিরছেন ডিফেন্সের স্তম্ভ এজে কিংসলে। ফলে পরের ম্যাচে সাদা-কালো বাহিনীর ডিফেন্স বেশ জোরালো হবে তা বলাই যায়।